বর্তমানে ভারতীয় বাজারে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে সাধারণ মানুষদের কাছে গাড়ি চালানো একপ্রকার অসম্ভব হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে মধ্যবিত্তের প্রধান এবং প্রথম চাহিদা হয়ে উঠেছে একটি ইলেকট্রিক স্কুটার। ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিনের পর দিন এতটাই বৃদ্ধি পাচ্ছে যে, বিভিন্ন কোম্পানি তাদের পেট্রোল চালিত বাইক কিংবা স্কুটারের উৎপাদন বন্ধ করে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মন দিয়েছে। তবে শুধুমাত্র চিরাচরিত কোম্পানি নয়, সম্প্রতি ভারতীয় বাজারে একাধিক নতুন কোম্পানি দুর্দান্ত বৈশিষ্ট্যের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। আজ আমরা আপনাদের তেমনই একটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটারের বিস্ময়কর বৈশিষ্ট্য সম্পর্কে জানাতে চলেছি-
সম্প্রতি ভারতীয় বাজারে দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে Kinetic Green Flex। বাজারে প্রচলিত একাধিক স্কুটারের সঙ্গে ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বীতা করতে শুরু করেছে Kinetic Green Flex। আপনাদের জানিয়ে রাখি, TVS iCube Electric এবং Bajaj Chetak-এর মত ইলেকট্রিক স্কুটার গুলির সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে Kinetic Green Flex।

দুর্দান্ত বৈশিষ্ট্যের কারণে ইতিমধ্যে গ্রাহকদের মধ্যে সাড়া ফেলেছে গাড়িটি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই ইলেকট্রিক গাড়িতে 3.1kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাকের সাথে 1200W পাওয়ারের মোটর যুক্ত করা হয়েছে। যা গাড়িটিকে একবার ফুল চার্জে 120 কিলোমিটার পর্যন্ত দূরত্বে নিয়ে যেতে সাহায্য করে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই, বিশাল ব্যাটারি প্যাক সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় মাত্র 3 ঘন্টা।

এছাড়া কোম্পানির তরফ থেকে আরও বলা হয়েছে, দুর্দান্ত এই গাড়িটি সর্বোচ্চ 72 কিলোমিটার গতিতে চলতে পারে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ইলেকট্রিক স্কুটারের সামনের এবং পিছনের চাকায় ডিস্ক ব্রেকের মতো সুবিধাও দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য চোখ ধাঁধানো বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- ডিজিটাল ইন্সট্রুমেন্টাল কনসোল, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল স্পিডোমিটার, পুশ বাটন স্টার্ট, রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, অ্যান্টি থেফট অ্যালার্ম, রাইড হোম মোডের মত সুবিধা।







