Portable Air Conditioner: বিদ্যুৎ বিল অতি সামান্য, চরম গরমে পাবেন কাশ্মীরের আভাস! আজই কিনুন এই Portable AC

আবহাওয়ার রুক্ষতার কারণে বর্তমানে হাঁপিয়ে উঠছেন বাংলার মানুষ। পূর্ব থেকে পশ্চিম প্রান্ত কিংবা দক্ষিণ থেকে উত্তর, সর্বদাই মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে তীব্র গরমে। মানুষ…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আবহাওয়ার রুক্ষতার কারণে বর্তমানে হাঁপিয়ে উঠছেন বাংলার মানুষ। পূর্ব থেকে পশ্চিম প্রান্ত কিংবা দক্ষিণ থেকে উত্তর, সর্বদাই মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে তীব্র গরমে। মানুষ একটু শীতল পরিবেশের খোঁজে একাধিক পন্থা অবলম্বন করছেন। কেউবা গাছের নিচে বসে দিন কাটাচ্ছেন আবার কেউবা দামি এয়ারকন্ডিশনার লাগিয়ে ঘর ঠান্ডা করছেন। তবে এই তীব্র গরমে সবচেয়ে বেশি বিপদে পড়েছে ভারতের মধ্যবিত্তরা। দামি এয়ারকন্ডিশনার কেনার স্বচ্ছলতা না থাকায় অতি কষ্টে জীবন যাপন করছেন তারা।

Advertisements

তবে আজ আমরা এই নিবন্ধে এমন একটি জিনিসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটির মাধ্যমে খুবই অল্প খরচে প্রচন্ড গরমের হাত থেকে আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন। এর জন্য আপনাকে অতিরিক্ত ইলেকট্রিক বিল প্রদান করার প্রয়োজন নেই বললেই চলে। দুর্দান্ত এই প্রোডাক্টটি বর্তমানে অনলাইন শপিং সেন্টার amazon-এ পাওয়া যাচ্ছে। আজ্ঞে হ্যাঁ, আজ আমরা আপনাদের Portable Air Conditioner-এর দাম এবং বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের জানাতে চলেছি।

এই গরমের হাত থেকে রক্ষা পেতে খুবই কম খরচে আজই ঘরে ইন্সটল করতে পারেন Portable Air Conditioner। যেটি আপনি amazon থেকে 74 শতাংশ ডিসকাউন্টে কিনতে পারবেন। আমরা আপনাদের জানিয়ে রাখি, Portable Air Conditioner-এর বর্তমান বাজার মূল্য 18,738 টাকা। দুর্দান্ত এই অফারটি গ্রহণ করলে আপনি মাত্র 4,810 টাকায় কিনতে পারবেন Portable Air Conditioner। উল্লেখ্য, এই এয়ারকন্ডিশনারের ওজন এতটাই হালকা যে, খুব সহজেই আপনি এটি বহন করতে পারবেন। তাছাড়া মাত্র 500 মিলিগ্রাম জলে এটি আপনাকে 3 থেকে 4 ঘন্টা শীতল ঠান্ডা বাতাস দিতে সক্ষম।

Advertisements
Advertisements