Bajaj CT 110X 2.O: কারখানা থেকে বেরিয়েই পালসারের বাজার ধ্বংস করল বাজাজের এই বাইক, অবিশ্বাস্য ফির্চাস দেখে মুগ্ধ হবেন আপনিও

মাঝখানে কয়েকদিনের বিরতি, ফের ভারতের বাজারে রাজত্ব করার নতুন পরিকল্পনা গ্রহণ করেছে গাড়ি নির্মাণ কোম্পানি Bajaj। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতীয় বাজারে CT 100X গাড়ির…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

মাঝখানে কয়েকদিনের বিরতি, ফের ভারতের বাজারে রাজত্ব করার নতুন পরিকল্পনা গ্রহণ করেছে গাড়ি নির্মাণ কোম্পানি Bajaj। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতীয় বাজারে CT 100X গাড়ির আপডেট মডেল Bajaj CT 110X 2.O লঞ্চ করতে চলেছে কোম্পানিটি। তবে গাড়িটির দাম এবং বৈশিষ্ট্য কেমন হতে চলেছে সে সম্পর্কে কোনো রকম তথ্য প্রকাশ্যে আসেনি। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, ইঞ্জিনের ক্ষমতা একই থাকার পাশাপাশি কয়েকটি নতুন বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে Bajaj CT 110X 2.O বাইকে।

Advertisements

গাড়ি বিশেষজ্ঞদের মতে, Bajaj CT 110X বাইকের চেয়ে ডিজাইনে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাবে Bajaj CT 110X 2.O বাইকে। পাশাপাশি প্রচলিত 110cc-র ইঞ্জিনের ভেরিয়েন্টটি অপরিবর্তিত থাকবে নতুন বাইক Bajaj CT 110X 2.O তে। পুরনো গাড়ির এনালগ সিস্টেমের বদলে নতুন গাড়িতে ডিজিটাল ডিসপ্লে লক্ষ্য করা যাবে। এছাড়া Bajaj CT 110X 2.O গাড়িতে নেভিগেশন, রিয়েল টাইম লোকেশন, ব্লুটুথ সিস্টেম, ইউএসবি পোর্টের মত সুবিধা পাওয়া যেতে পারে।

Advertisements

গাড়িটিতে নিরাপত্তার জন্য সামনের চাকায় ডিক্স ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক লক্ষ্য করা যেতে পারে। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, Bajaj CT 110X-এর চেয়েও Bajaj CT 110X 2.O বাইকে নিরাপত্তা আগের চেয়েও ভালো হয়ে উঠবে। যদি নতুন Bajaj CT 110X 2.O বাইকের দামের কথা বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, নতুন এই বাইকটি 1 লাখের কিছু বেশি মূল্যে বিক্রি হতে পারে ভারতীয় বাজারে। তবে গাড়িটি কবে নাগাদ ভারতীয় বাজারে উপলব্ধ হবে সে বিষয়ে কোনো রকম তথ্য প্রকাশ করেনি Bajaj।

Advertisements