Maruti Baleno: 30KM মাইলেজ সহ মারুতির এই গাড়ির চাহিদা তুঙ্গে, ভয়ে কাঁপছে টাটা-হুন্ডাই সহ একাধিক কোম্পানি

বর্তমানে ভারতীয় বাজারে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে গাড়ি কিনতে ভয় পাচ্ছে সাধারণ নাগরিকরা। তবে ভারতীয় গ্রাহকদের মধ্যে হ্যাচব্যাক গাড়ি কেনার আগ্রহ রয়েছে যথেষ্ট। আজ আমরা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতীয় বাজারে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে গাড়ি কিনতে ভয় পাচ্ছে সাধারণ নাগরিকরা। তবে ভারতীয় গ্রাহকদের মধ্যে হ্যাচব্যাক গাড়ি কেনার আগ্রহ রয়েছে যথেষ্ট। আজ আমরা আপনাদের এমন একটি হ্যাচব্যাক গাড়ির সঙ্গে পরিচয় ঘটাতে চলেছি, যেটি 30 কিলোমিটার মাইলেজ সহ একাধিক চোখ ধাঁধানো ফির্চাস দিতে চলেছে গ্রাহকদের। গাড়িটি ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার পর থেকে ভয়ে কাঁপছে টাটা-হুন্ডাই সহ একাধিক কোম্পানি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্য-

Advertisements

যদি দুর্দান্ত গাড়ি মারুতি সুজুকি ব্যালেনোর চোখ ধাঁধানো বৈশিষ্ট্যের কথা বলি, তবে এই গাড়িতে হ্যালোজেন প্রজেক্টর হেডল্যাম্প, এলইডি টেলল্যাম্প, অটো ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার ডিফগার, সেন্ট্রাল লকিং, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, কানেক্টিভিটি, ইন্টিগ্রেটেড টার্ন-বাই-টার্ন নেভিগেশনের মতো দুর্দান্ত বৈশিষ্ট্য রয়েছে। তাছাড়া যদি গ্রাহকের নিরাপত্তার কথা বলি, সেক্ষেত্রে মারুতি সুজুকি ব্যালেনো গাড়িটিতে 6টি এয়ারব্যাগ, স্পিড অ্যালার্ট, সিট বেল্ট রিমাইন্ডার, ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন সহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমের মতো সুবিধা পাবেন আপনি।

Advertisements

যদি দুর্দান্ত এই গাড়ির ইঞ্জিন সম্পর্কে বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িটি 1.2 লিটার ইঞ্জিন সহ বাজারে উপলব্ধ রয়েছে। শক্তিশালী এই ইঞ্জিনটি 5-স্পীড গিয়ার বক্স দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। দাম সম্পর্কে বলতে গেলে, বর্তমানে মারুতি সুজুকি ব্যালেনো সিগমা, ডেল্টা, ডেল্টা সিএনজি, জেটা, জেটা সিএনজি এবং আলফা সহ মোট ছয়টি ভেরিয়েন্টে বিক্রি হয়। ভেরিয়েন্টের উপর নির্ভর করে Maruti Baleno-এর দাম 6.61 লক্ষ টাকা থেকে 9.69 লক্ষ টাকা পর্যন্ত হয়।

Advertisements