গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার নাইট রাইডার্সের কাছে ২১ রানে হেরেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। দলের পরাজয় নিশ্চিত হতেই ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলির বড় মন্তব্য প্রকাশ্যে এসেছে। যেটি বর্তমানে বেশ ভাইরাল হচ্ছে নেট পাড়ায়। গতকাল কলকাতার কাছে পরাজয়ের পর বিরাট কোহলি সরাসরি ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি ফিল্ডিংয়ের সময় তাদের ভুলগুলিকে তুলে ধরেছেন তিনি।
গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাটিং করতে নেমে ঝড়ের গতিতে রান তুলে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে নীতিশ রানারা। দলের হয়ে জেসন রয় মাত্র ২৯ বলে ৫৬ রানের ইনিংস এবং অধিনায়ক নীতিশ রানা ২১ বলে ৪৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।
২০১ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ব্যাটিং ব্যর্থতা নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক কোহলির ৩৭ বলে ৫৪ রানের ইনিংস এবং মহিপাল লোমরর ৩৪ রানের ইনিংস ভিন্ন নিজের নামের পাশে সুবিচার করতে পারেননি ব্যাঙ্গালোরের কোন ব্যাটসম্যান। কলকাতা নাইট রাইডার্সের লেগ-স্পিনার বরুণ চক্রবর্তী (৩/২৭), সুয়শ শর্মা (২/৩০) এবং আন্দ্রে রাসেল (২/২৯) উইকেট দখল করেন।
এদিকে ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘প্রথম থেকেই ম্যাচটি আমাদের হাতে ছিল। আমাদের বোলাররা ভালো প্রচেষ্টা করেছে। তবে আমরা দুটি ক্যাচ মিস করেছি। যার ফলে ৩০-৩৫ রান বেশি করতে সক্ষম হয়েছে কলকাতা। আর সেই রানেই আমরা পরাজিত হয়েছি। এটা আমাদেরই ব্যর্থতা। ওরা ভালো খেলেনি, আমরা ওদের হাতে ম্যাচ তুলে দিয়েছি।’