Yulu E-scooter: 55,555 টাকায় ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Bajaj Yulu, দেখে নিন গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্য

বর্তমানে ভারতীয় বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে দিশেহারা হয়ে পড়েছে মধ্যবিত্তরা। বর্তমানে একাধিক ভারতীয় কোম্পানি চিরাচরিত পেট্রোল ইঞ্জিনের বাইক অথবা স্কুটার নির্মাণ ছেড়ে ইলেকট্রিক গাড়ির…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতীয় বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে দিশেহারা হয়ে পড়েছে মধ্যবিত্তরা। বর্তমানে একাধিক ভারতীয় কোম্পানি চিরাচরিত পেট্রোল ইঞ্জিনের বাইক অথবা স্কুটার নির্মাণ ছেড়ে ইলেকট্রিক গাড়ির দিকে মনোনিবেশ করেছে। শুধু পুরনো কোম্পানিই নয়, ইলেকট্রিক গাড়ির জগতে বিপ্লব ঘটাতে একাধিক নতুন কোম্পানি আজকাল ইলেকট্রিক স্কুটার অথবা বাইক নির্মাণ শুরু করেছে। মনে করা হচ্ছে, আগামী এক দশকে ভারতের 40% পেট্রোল চালিত বাইক কিংবা স্কুটারের পরিমাণ হ্রাস পাবে।

Advertisements

সুযোগের সদ্ব্যবহার করতে এবার দুর্দান্ত বৈশিষ্ট্যের ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে আসার সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে Yulu। কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে, এই স্কুটারটি হবে ভারতের বাজারে সবচেয়ে সস্তার গাড়ি। যেটি ভারতের গতিময়তা ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করবে বলেও মনে করছেন কোম্পানিটির সিইও। কোম্পানির কর্মকর্তা মনে করছেন, লক্ষ লক্ষ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে তাদের এই নতুন আবিষ্কার। যদি দুর্দান্ত এই স্কুটারের দামের কথা বলি, তবে শোরুমে এর প্রারম্ভিক মূল্য মাত্র 55,555 টাকা ধার্য করা হয়েছে।

Advertisements

এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, Yulu ভারতীয় বাজারে দুটি মডেলের ইলেকট্রিক স্কুটার বিক্রি শুরু করেছে। E2W এবং Wynn নামের এই দুটি ইলেকট্রিকে স্কুটার Yulu অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যাবে বলেও দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। বর্তমানে Yulu তাদের নতুন ইলেকট্রিক স্কুটারের বুকিং নেওয়া শুরু করেছে। চাইলে আমি অনলাইনে মাত্র 999 টাকা খরচ করে বুকিং করতে পারেন দুর্দান্ত এই ইলেক্ট্রিক স্কুটারটি। কোম্পানি তরফ থেকে আরও বলা হয়েছে, বুকিংয়ের এই টাকাটি সম্পূর্ণ ফেরত যোগ্য।

Advertisements