Yulu Wynn E-scooter: চালাতে লাগবে না লাইসেন্স বা রেজিস্ট্রেশন, মাত্র 55,555 টাকায় কিনুন দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটার

ভারতের অন্যতম গাড়ি নির্মাণ কোম্পানি Bajaj তাদের ব্যবসায়িক স্কুটার Yulu Wynn এবার জনসাধারণের কাছে বিক্রি করার জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল। চাইলে গ্রাহকরা এখন ব্যক্তিগত…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের অন্যতম গাড়ি নির্মাণ কোম্পানি Bajaj তাদের ব্যবসায়িক স্কুটার Yulu Wynn এবার জনসাধারণের কাছে বিক্রি করার জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল। চাইলে গ্রাহকরা এখন ব্যক্তিগত মালিকানায় কিনতে পারবেন Yulu Wynn ইলেকট্রিক স্কুটারটি। ইতিপূর্বে শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে এই ইলেকট্রিক স্কুটার বিক্রি করতো Bajaj। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে Yulu Wynn ইলেকট্রিক স্কুটারের জন্য বুকিং নিচ্ছে তারা। আমরা আপনাদের জানিয়ে রাখি, মে মাসের মধ্যভাগ থেকে এই ইলেকট্রিক স্কুটার ডেলিভারি করা শুরু করবে কোম্পানিটি।

Advertisements

ভারতের বাজারে সবচেয়ে কম দামের ফ্যামিলি ইলেকট্রিক স্কুটারটি ক্রয় করতে হলে প্রথমে আপনাকে 999 টাকা খরচ করে অনলাইনে বুকিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। জানলে অবাক হবেন, রেজিস্ট্রেশনের এই টাকাটি ফেরত যোগ্য বলে বলা হয়েছে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে। পাশাপাশি কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, তাদের দুর্দান্ত এই ফ্যামিলি স্কুটারটির এক্স শো-রুম মূল্য হবে মাত্র 55,555 টাকা। যেটি অন-রোড সমস্ত ট্যাক্স পরিশোধের পর গিয়ে দাঁড়াবে মাত্র 59,999 টাকায়।

Advertisements

কোম্পানির তরফ থেকে আরও বলা হয়েছে, যে কারখানায় তারা চেতক ই-স্কুটার উৎপাদন করে, সেখানেই উৎপাদন করা হবে নতুন এই ইলেকট্রিক স্কুটারটি। বিগত বেশ কয়েক বছর ধরে হাজার পরীক্ষার নিরীক্ষা শেষে অবশেষে তারা এই ইলেকট্রিক স্কুটারটি জনসাধারণের জন্য উন্মুক্ত করতে চলেছে বলেও জানিয়েছে কোম্পানিটির কর্মকর্তারা। পাশাপাশি কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, Yulu Wynn পুরুষ বা মহিলা উভয়ের জন্যই আনা হয়েছে। এতে রয়েছে অন দ্য এয়ার কানেক্টিভিটি সহ ইনটেলিজেন্ট অপারেটিং সিস্টেমের মত অত্যাধুনিক সুবিধা।

যদি দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারটির সুবিধার কথা বলি, তবে ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ 25 কিলোমিটারের কম হওয়ার কারণে এটি চালাতে কোনরকম রেজিস্ট্রেশন বা ড্রাইভিং লাইসেন্স লাগবে না গ্রাহকদের। 16 বছরের ঊর্ধ্বে যে কোন ব্যক্তি নির্দ্বিধায় এই ইলেকট্রিক স্কুটারটি চালাতে পারবেন বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যেটি গতিশীল ভারতকে আরও গতিতে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা।

Advertisements