আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রতিমুহূর্তে কতই না ভিডিও ভাইরাল হয়। যেখানে মানুষের পাশাপাশি বিভিন্ন প্রাণীর কর্মকাণ্ডের ভিডিও লক্ষ্য করা যায়। যার মধ্যে কিছু ভিডিও হাস্যকর এবং কিছু ভিডিও প্রাণঘাতী হয়ে ওঠে সাধারণ মানুষের জন্য। এর পাশাপাশি এমন কিছু ভিডিও হারহামেশা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়, যেগুলি দেখলে ভয়ে শিউরে উঠবেন আপনিও।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে kuttykalaivanan নামে অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে নেটিজেনদের মাধ্যমে। ভিডিওটি দেখার পর অবাক হয়েছেন তারা। আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি ইনস্টাগ্রামে যে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেটি একটি ভয়ানক ভিডিও। যেখানে একটি পাগলা ষাঁড়কে ক্ষিপ্ত হয়ে উঠতে দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, রাস্তার ধার দিয়ে হাঁটছেন এক ব্যক্তি। হঠাৎই একটি পাগলা ষাঁড় তারা করতে শুরু করে ওই ব্যক্তিকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রাণ বাঁচাতে ওই ব্যক্তি দৌড়াতে শুরু করেন। এক পর্যায়ে সামনে থাকা একটি বিদ্যুৎ সংযোগ খুঁটি দেখতে পেয়ে তাতে চড়তে শুরু করেন ওই ব্যক্তি। তিনি খুঁটি বেঁয়ে কিছুটা উপরে উঠলে পাগলা ষাঁড়টি তাকে ছেড়ে অন্যদিকে দৌড়াতে শুরু করে।
কয়েক সেকেন্ডের এই ভিডিওটি বর্তমানে রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। চলতি মাসের ৩ তারিখে ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে ওই ভিডিওটি। ভিডিওটি শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ১,৭০,০০০ মানুষ দেখেছেন ভিডিওটি। যাদের মধ্যে একজন কমেন্টে লিখেছেন,’পাগলা ষাঁড়টি আজ ওনাকে নিয়ে খেললো।’ অন্য একজন লিখেছেন,’অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ওই ব্যক্তি।’







