সোশ্যাল মিডিয়ার জগতে বর্তমানে পৃথিবীর যে কোন প্রান্তে ঘটা অলৌকিক ঘটনা জানা শুধু সময়ের অপেক্ষা মাত্র। কারণ, ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় বর্তমানে নাম লিখিয়েছেন পৃথিবীর প্রতিটা দেশের তরুণ-তরুণী থেকে শুরু করে সাধারণ মানুষরাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ঘটনার মধ্যে একটি বিরল ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যেখানে একটি সাদা রংয়ের কিং কোবরাকে দেখা গেছে।
Watch a cute white (albino) Cobra caught and released into the wild. ❤️❤️ pic.twitter.com/LJwsmOm3px
— Pramod Madhav (@PramodMadhav6) May 4, 2023
জানলে অবাক হবেন, ঘটনাটি ঘটেছে ভারতে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে একটি দুধের রংয়ের কিং কোবরা সাপ দেখা গেছে। আপনারা প্রত্যেকেই জানেন, কিং কোবরা পৃথিবীর বিষধর সাপ গুলোর মধ্যে একটি। সাধারণত এই সাপটির রং হিসেবে কুচকুচে কালো উপরে সাদার ছোপ দেখা যায়। তবে সম্প্রতি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা গেছে কিং কোবরাটি পুরোপুরি সাদা।
YouTube algo feeding me tons of tattoo and snake videos. Doesn’t help my itch for getting a tattoo but now I want a white King Cobra ffs. pic.twitter.com/B9WlelQYAG
— J 🇵🇹 (@JSF_7) December 11, 2022
ভিডিও পোস্ট করে সুশান্ত নন্দা লিখেছেন, ‘অ্যালবিনো কোবরাকে মানুষের হাত থেকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।’ আমরা আপনাদের জানিয়ে রাখি, সাদা রংয়ের কিং কোবরাকে অ্যালবিনো বলা হয়ে থাকে। এটি পৃথিবীর বিরলতম ১০টি সাপের প্রজাতির মধ্যে একটি। মিডিয়ার রিপোর্ট অনুসারে, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে একটি বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল এই সাদা কিং কোবরাকে। বন দপ্তরের কর্মকর্তাদের খবর দেওয়া হলে তারা এসে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন।







