বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দল মাঠে নামতে কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে রোহিত শর্মারা। তবে তার আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ফর্ম চিন্তায় ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কারণ আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ে ক্রিকেটপ্রেমীদের দ্বারা সমালোচিত হচ্ছেন রোহিত শর্মা।
ভারতীয় দলের নেতৃত্ব থেকে বিরাট কোহলিকে ছাটাই করার পেছনে ছিল তার অফ-ফর্ম। তবে বিরাট কোহলি ফর্ম ফিরে পেলেও ধারাবাহিকতা বজায় রেখেছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। বিগত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থতার পাশাপাশি আইপিএলেও চরম হতাশার পরিচয় দিয়েছেন এই ক্রিকেটার।
তার নেতৃত্বে আজ চেন্নাইয়ের মাটিতে মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ইনিংসের শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো দিশেহারা রোহিত শর্মারা। দলের অধিনায়ক রোহিত শর্মাও আজ রানের খাতা না খুলে ফেরেন সাজঘরে। এই প্রথমবারের জন্য নয়, আইপিএলের ইতিহাসে এখন সর্বাধিক ‘গোল্ডেন ডাক’ পাওয়া ক্রিকেটার হলেন রোহিত শর্মা। আমরা আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত আইপিএলে তিনি সর্বমোট ১৬ বার ‘গোল্ডেন ডাক’ পেয়েছেন।
যদি এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ‘গোল্ডেন ডাক’ পাওয়া ক্রিকেটারের নাম বলি, সেক্ষেত্রে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন রোহিত শর্মা (১৬ বার)। চলতি বছর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের ১৫ তম ‘গোল্ডেন ডাক’ পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মনদীপ সিং। পাশাপাশি ১৪ বার গোল্ডেন ডাক পেয়েছেন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। তবে এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার। সর্বাধিক ১৩ বার ‘গোল্ডেন ডাক’ পেয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অজিঙ্কা রাহানে, অম্বাতি রায়ডু, হরভজন সিং, পীযূষ চাওলা এবং অক্ষর প্যাটেল।