এই মুহূর্তে ভারত তথা বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে শখের গাড়ি কিনতে ভয় পাচ্ছেন মধ্যবিত্তরা। ফলে গাড়ি কেনার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। এদিকে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে নিজেদের চিরাচরিত পেট্রোল ইঞ্জিন অথবা ডিজেল ইঞ্জিনের গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে একাধিক কোম্পানি। তবে জ্বালানি তেলের সমস্যা দূরে রেখে চেনা রাস্তায় হাঁটতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে Maruti Suzuki।

এই মুহূর্তে ভারতে গাড়ির বাজারের বেশিরভাগটাই দখল করে রেখেছে গাড়ি নির্মাণ কোম্পানি Tata। তবে এবার সেই টাটার সঙ্গে প্রতিযোগিতা করতে সম্পূর্ণ ভাবে প্রস্তুত Maruti Suzuki। আমরা আপনাদের জানিয়ে রাখি, মধ্যবিত্তের দুশ্চিন্তা দূর করতে নতুন অবতারে 7 আসনের নিজেদের সার্বাধিক বিক্রি হওয়া গাড়ি লঞ্চ করতে চলেছে Maruti। 2010 সালে লঞ্চ হওয়া Maruti Suzuki Eeco নতুন রূপে খুব শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।
সম্প্রতি একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, নতুন Eeco চলতি বছরের আগস্ট বা সেপ্টেম্বরের কাছাকাছি চালু হতে পারে। নতুন 2023 Eeco গাড়ি অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার আগেই তার দূর্দান্ত লুক এবং অবিশ্বাস্য ফির্চাসের তথ্য ইন্টারনেটে ফাঁশ হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, পুরাতন গাড়ির চেয়ে নতুন এই গাড়িটির ডিজাইনে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। এতে নতুন হেডল্যাম্পের পাশাপাশি টেলল্যাম্পও পাওয়া যাবে বলে জানা গেছে। পাশাপাশি 1.2 লিটারের কে-সিরিজ ডুয়াল জেট ইঞ্জিন ব্যবহার করা হবে এই গাড়িতে। তবে নতুন এই গাড়ির দাম কত হবে সে প্রসঙ্গে কোনো রকম তথ্য প্রকাশ করেনি Maruti Suzuki।







