Maruti Suzuki Brezza: মারুতির এই গাড়ি কিনতে লাইন দিচ্ছেন গ্রাহকরা, আজকেই করে ফেলুন বুকিং

এই মুহূর্তে ভারতীয় বাজারে যেসব কোম্পানি SUV গাড়ি নির্মাণ করে থাকে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান হল Maruti Suzuki। তবে ভারতীয় কোম্পানি Tata Motors খুব…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে ভারতীয় বাজারে যেসব কোম্পানি SUV গাড়ি নির্মাণ করে থাকে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান হল Maruti Suzuki। তবে ভারতীয় কোম্পানি Tata Motors খুব একটা পিছিয়ে নেই এই দৌড়ে। বিগত কয়েক মাস ধরে টাটার নেক্সন ছিল SUV গাড়িগুলির মধ্যে সেরা। গ্রাহকদের প্রথম পছন্দ হয়ে উঠেছিল দুর্দান্ত এই গাড়িটি। তবে বিগত মাসে টাটা নেক্সনকে পেছনে ফেলে সেরা SUV গাড়ির দৌড়ে বিরাট সাফল্য পেল Maruti Suzuki Brezza। চলুন দেখে নেওয়া যাক, দুর্দান্ত গাড়ির অবাক করা কিছু বৈশিষ্ট্য-

Advertisements

যদি Maruti Suzuki Brezza গাড়ির ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এই গাড়িতে 1.5 লিটার ডুয়াল জেট টার্বো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যেটি 6টি স্পিড কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। শক্তিশালী এই ইঞ্জিনটি 103hp শক্তি এবং 137Nm টর্ক জেনারেট করতে সক্ষম। মারুতির নতুন এই গাড়িটিতে মাইলেজ বাড়ানোর দিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন কোম্পানিটি। আমরা আপনাদের জানিয়ে রাখি, Maruti Suzuki Brezza গাড়িটি লিটার প্রতি তেলে সর্বোচ্চ 20.15 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements

Maruti Suzuki Brezza গাড়ির ডিজাইনের কথা বলি, তবে এই SUV-তে কিলার লুকের পাশাপাশি অবিশ্বাস্য ফিনিশিং পাবেন গ্রাহকরা। এই গাড়িতে ওয়ারলেস চার্জিং সিস্টেম, 9 ইঞ্চির স্মার্ট ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, মাল্টি ইনফর্মেশন ক্যামেরা এবং এয়ার ব্যাগের মত দুর্দান্ত সুবিধা দেওয়া হয়েছে। এই গাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো চাইলে আপনি গাড়ির ভেতরে বসে চারপাশের সমস্ত দৃশ্য উপভোগ করতে পারবেন। অর্থাৎ ইনফর্মেশন ক্যামেরার মাধ্যমে সমস্ত তথ্য পাবেন মুহুর্তের মধ্যে। দুর্দান্ত এই গাড়িটির ভারতীয় বাজারে মূল্য কত হবে সে প্রসঙ্গে কোনরকম তথ্য প্রকাশ্যে আনেনি কোম্পানিটি। তবে দুর্দান্ত এই গাড়িটি ভারত তথা বিশ্ব বাজারে সাড়া জাগাবেন বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা।

Advertisements