Honda Shine 100: অবিশ্বাস্য ফির্চাস সহ দুর্দান্ত মাইলেজ, বাজারে এলো Honda-র এই নতুন বাইক

জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বাইক চালাতে ভয় পাচ্ছেন? তবে আজকে আমরা আপনার এই সমস্যার উপযুক্ত সমাধান নিয়ে হাজির হয়েছি। এই নিবন্ধে আমরা আপনাদের এমন একটি…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বাইক চালাতে ভয় পাচ্ছেন? তবে আজকে আমরা আপনার এই সমস্যার উপযুক্ত সমাধান নিয়ে হাজির হয়েছি। এই নিবন্ধে আমরা আপনাদের এমন একটি বাইকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি সবচেয়ে কম মূল্যে ক্রয় করার পাশাপাশি সর্বাধিক মাইলেজ পাবেন আপনি। শুধু তাই নয়, গাড়িটির দুর্দান্ত ডিজাইন আপনাকে মোহিত করে তুলবে। আজ আমরা আপনাদের Honda Shine 100 বাইকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি। শুরুতেই জেনে নেওয়া যাক দুর্দান্ত এই বাইকটির অবিশ্বাস্য কিছু ফির্চাস সম্পর্কে-

Advertisements

যদি দুর্দান্ত এই গাড়িটির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এই গাড়িতে 100 সিসি-র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যেটি 7.61bhp শক্তি এবং 8.05Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। পাশাপাশি এই বাইকটি 4 স্পিড ম্যানুয়াল গিয়ারের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে । যদি সুরক্ষার কথা বলি, তবে এই বাইকটির দুই চাকাতে ড্রাম ব্রেক প্রদান করেছে কোম্পানি। যার মাধ্যমে আপনি সহজেই গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া অত্যাধুনিক বৈশিষ্ট্য হিসেবে এই গাড়িতে ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার এবং বাইক স্টার্ট করার জন্য সেলফ ও কিক উভয় ধরনের অপশন প্রদান করেছে কোম্পানিটি।

Advertisements

কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, তাদের নতুন Honda Shine 100 মাইলেজে Hero Splendor-এর সঙ্গে টক্কর দেবে। এই অবস্থায় কোম্পানির তরফ থেকে মাইলেজ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে না এলেও গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, 75-78 কিলোমিটার মাইলেজ নিতে পারবে Honda Shine 100। যার ফলে সহজেই আপনার দুশ্চিন্তা দূর হবে। যদি দুর্দান্ত এই গাড়িটির দামের কথা বলি, তবে দুর্দান্ত এই গাড়িটি দিল্লির এক্স শো-রুমে 64,900 টাকায় বিক্রি করা হচ্ছে। যে গাড়িটি আপনি অন-রোড 72,000 টাকার মধ্যে কিনতে পারবেন।

Advertisements