Sony Xperia 1V: আর কিনতে হবে না DSLR, 5,000mAh-এর ব্যাটারি সহ দুর্দান্ত ফোন লঞ্চ করল Sony

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চলেছে মোবাইল প্রস্তুতকারক সংস্থা Sony। দীর্ঘদিনের অপেক্ষার শেষে বিশ্ববাজারে নতুন ফোন লঞ্চ করেছে কোম্পানিটি। আর Sony-র নতুন এই ফোন বাজারে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চলেছে মোবাইল প্রস্তুতকারক সংস্থা Sony। দীর্ঘদিনের অপেক্ষার শেষে বিশ্ববাজারে নতুন ফোন লঞ্চ করেছে কোম্পানিটি। আর Sony-র নতুন এই ফোন বাজারে আসতেই কেনার জন্য লাইন দিচ্ছেন গ্রাহকরা। এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্ট ফোন ক্রয় করতে চান, তবে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন Sony Xperia 1V ফোনের নামটি। আজ আমরা আপনাদের জানাতে চলেছি, দুর্দান্ত এই ফোনের কিছু বিস্ময়কর ফির্চাস সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisements

মোবাইল প্রস্তুতকারক সংস্থা Sony সম্প্রতি তাদের Xperia 1V মোবাইল লঞ্চ করেছে বিশ্ববাজারে। যদি দুর্দান্ত এই মোবাইলটির অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে বলি, তবে প্রথমেই বলতে হয় এর দুর্দান্ত ডিসপ্লে সম্পর্কে। Sony Xperia 1V-তে 21:9 CinemaWide 4K HDR ও 120Hz রিফ্রেশ রেট সহ 6.5 ইঞ্চির OLED সুপার ডিসপ্লে রয়েছে। যা আপনাকে একটি প্রিমিয়াম ফোনের অনুভব করাবে। এছাড়া 12GB RAM এবং 256GB ইনবিল্ট স্টোরেজের সাথে দুর্দান্ত এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Gen 2 চিপসেট।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, Sony Xperia 1V-এ আপনারা DSLR-এর মতো সুপার ক্যামেরা পাবেন। দুর্দান্ত এই ফোনে 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরার পাশাপাশি 12MP-এর 3.5-5x অপটিক্যাল জুম এবং 15.6X হাইব্রিড জুমের ক্যামেরা সেন্সর পাবেন। পাশাপাশি সেলফি প্রেমীদের জন্য দুর্দান্ত এই ফোনটির সামনে 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে।

দুর্দান্ত এই সুপার ফোনের পাওয়ার ব্যাংকের কথা বললে আমরা আপনাদের জানিয়ে রাখি, এই ফোনে আপনি 30W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh শক্তিশালী ব্যাটারি প্যাক পাবেন। এছাড়া ভারতীয় বাজারে এই সুপার ফোনের দামের কথা বললে আমরা আপনাদের বলি, বর্তমানে এই ফোনটির ভারতীয় বাজারে বিক্রি মূল্য 1,14,700 টাকা।

Advertisements