Maruti Suzuki S-Presso: রাজত্ব করবে ভারতীয় বাজারে, ড্যাশিং লুকে Tata-র মাথা ব্যাথার কারন হয়ে উঠল এই দুর্দান্ত গাড়ি

বিগত কয়েক বছর ধরে ভারতীয় বাজারে টাটার সাথে জোর কদমে পাল্লা দিয়ে একের পর এক গাড়ি লঞ্চ করছে Maruti Suzuki। তাদের দুর্দান্ত সেই সমস্ত স্পোর্টস…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বিগত কয়েক বছর ধরে ভারতীয় বাজারে টাটার সাথে জোর কদমে পাল্লা দিয়ে একের পর এক গাড়ি লঞ্চ করছে Maruti Suzuki। তাদের দুর্দান্ত সেই সমস্ত স্পোর্টস গাড়িগুলি শুধুমাত্র ভারতের বাজারে নয়, ল্যাটিন আমেরিকার বাজারেও যথেষ্ট সাড়া ফেলতে সক্ষম হয়েছে। বিগত কয়েক বছরের পরিসংখ্যান দেখলে সমীকরণটি আপনার সামনেও স্পষ্ট হয়ে উঠবে। আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি Maruti Suzuki তাদের নতুন গাড়ি Suzuki S-Presso সম্পূর্ণরূপে Brezza-র লুকে বাজারে লঞ্চ করেছে। গাড়িটি বিশ্ববাজারে লঞ্চ হওয়ার পর থেকে গ্রাহকরা লাইন দিচ্ছেন গাড়িটি কেনার জন্য। আজ এই নিবন্ধে চলুন জেনে নেওয়া যাক, Suzuki S-Presso গাড়ির অবিশ্বাস্য কিছু ফির্চাস সম্পর্কে-

Advertisements

প্রথমেই যদি দুর্দান্ত এই গাড়ির ইঞ্জিন সম্পর্কে বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, এই স্পোর্টস গাড়িতে 1 লিটারের শক্তিশালী পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। যা 5,500 rpm-এ সর্বোচ্চ 67 bhp শক্তি জেনারেট করবে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, শক্তিশালী এই ইঞ্জিনটি 5 স্পিড ম্যানুয়াল দ্বারা নিয়ন্ত্রিত হবে। যদি গ্রাহকদের নিরাপত্তার কথা বলি, তবে S-Presso গাড়িতে 6টি এয়ারব্যাগ পাবেন। এছাড়া নিরাপত্তা কিটে রিভার্স পার্কিং সেন্সর, স্পিড অ্যালার্ট সিস্টেম, EBD সহ ABS ব্রেকিং সিস্টেম, সিট বেল্ট অন্তর্ভুক্ত থাকবে।

Advertisements

পাশাপাশি দুর্দান্ত এই গাড়িটির যদি অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে গাড়িটিতে একটি কমান্ডিং ড্রাইভ ভিউ, কালার সেন্টার গার্নিশ, রিমোট কীলেস এন্ট্রি, অ্যাডজাস্টেবল ORVM, অ্যাপল কার-প্লে এবং অ্যান্ড্রয়েড অটো, ব্লুটুথ এবং স্টিয়ারিং মাউন্ট, ভয়েস নিয়ন্ত্রণ সহ 7-ইঞ্চির স্মার্ট টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেখতে পাবেন। পাশাপাশি গাড়িটির ডিজাইনে বিশেষ পরিবর্তন এনে প্রিমিয়াম গাড়িতে রূপান্তরিত করা হয়েছে।

Advertisements