New Bike: মাত্র 6 হাজারে কিনুন 70cc এই দুর্দান্ত বাইক, কিনতে লাইন দিচ্ছে গ্রাহকরা

বর্তমানে বিশ্বের প্রতিটা পরিবারের প্রধান চাহিদা হয়ে উঠেছে নিজস্ব একটি বাইক অথবা স্কুটার। আর সাধারণ মানুষের সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে একাধিক বড় বড় কোম্পানি।…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে বিশ্বের প্রতিটা পরিবারের প্রধান চাহিদা হয়ে উঠেছে নিজস্ব একটি বাইক অথবা স্কুটার। আর সাধারণ মানুষের সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে একাধিক বড় বড় কোম্পানি। সবচেয়ে কম মূল্যে গ্রাহকদের হাতে দুর্দান্ত বাইক তুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সেইসব কোম্পানিগুলি। তবে বর্তমানে ভারতীয় বাজারে 60,000 টাকার নিচে কোন প্রকার বাইক দেখতে পাবেন না আপনি। তবে আজ আমরা এই নিবন্ধে এমন একটি বাইকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র 6,000 টাকা।

Advertisements

শুনে অবাক হলেন? হ্যাঁ আজ আমরা এমন একটি বাইকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি যেটি ক্রয় করতে হলে আপনাকে খরচ করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোনের চেয়ে কম টাকা। একজন ব্যক্তি দাবি করেছেন যে, গ্রাহকরা পুরানো মোটরসাইকেল নিয়ে আসবেন এবং এটিকে হোন্ডা 125 বা 70 সিসি বাইকে রূপান্তরিত করে নিতে পারবেন। আর এই সুবিধা ভোগ করতে হলে 125cc বাইকের জন্য গ্রাহকদের খরচ করতে হবে 13,600 টাকা এবং 70cc বাইকের জন্য খরচ করতে হবে 6,100 টাকা।

Advertisements

ওই ব্যক্তি আরও জানিয়েছেন, হোন্ডা যে সব কোম্পানির নিকট থেকে পার্টস কেনে সেই সমস্ত কোম্পানির যন্ত্রাংশ ব্যবহার করা হবে গাড়িটি নির্মাণ করতে। তিনি বলেন, গাড়িতে ব্যবহৃত প্লাস্টিক দ্রব্য গুলি তৈরি করা হয়েছে তার নিজস্ব কারখানায়। যে কারণে এত কম টাকায় তিনি গাড়িগুলি নির্মাণ করে গ্রাহকদের হাতে তুলে দিতে পারছেন। সম্প্রতি যে ভিডিওটি ইউটিউব মাধ্যমে ভাইরাল হচ্ছে, সেখানে ওই ব্যক্তি সমস্ত যন্ত্রাংশ গ্রাহকদের সামনে মেলে ধরেছেন। তবে হতাশার কারণ হলো এই, দুর্দান্ত এই অফারটি দেওয়া হচ্ছে পাকিস্তানে। সেখানেই এক ব্যক্তি পুরনো বাইককে মডিফাই করে কম দামে তুলে দিচ্ছেন গ্রাহকদের হাতে।

Advertisements