ePluto 7 Pro: 150 কিলোমিটার মাইলেজের সাথে অবিশ্বাস্য ফির্চাস, আজকে কিনুন বাজার সেরা এই ইলেকট্রিক স্কুটার

বর্তমানে ভারত তথা বিশ্ব বাজারে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে দুশ্চিন্তায় পড়েছে মধ্যবিত্তরা। সারা জীবনের স্বপ্ন পূরণে একটি স্কুটার কিনেও মহাবিপদে পড়ছেন তারা। সাধারণ মানুষের এই…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারত তথা বিশ্ব বাজারে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে দুশ্চিন্তায় পড়েছে মধ্যবিত্তরা। সারা জীবনের স্বপ্ন পূরণে একটি স্কুটার কিনেও মহাবিপদে পড়ছেন তারা। সাধারণ মানুষের এই দুশ্চিন্তা দূর করতে ভারতের একাধিক চিরাচরিত কোম্পানি গুলো ইতিমধ্যে ইলেকট্রিক স্কুটার উৎপাদনে মনোনিবেশ করেছে। পাশাপাশি একাধিক নতুন কোম্পানিও দুর্দান্ত সব ইলেকট্রিক স্কুটার তুলে দিচ্ছে গ্রাহকদের হাতে। সম্প্রতি ভারতের বাজারে দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ePluto। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, ePluto 7 Pro স্কুটারের দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে-

Advertisements

প্রথমে যদি ePluto 7G Pro স্কুটারের শক্তিশালী ব্যাটারি সম্পর্কে বলি, তবে দুর্দান্ত এই গাড়িতে 3.0 KWH-এর একটি শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারটি এক চার্জে সর্বোচ্চ 90 কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারে। অর্থাৎ সবচেয়ে কম খরচে গ্রাহকদের সবচেয়ে বেশি মাইলেজ দিতে প্রস্তুত ePluto 7G Pro ইলেকট্রিক স্কুটারটি। যদি দামের কথা বলি, তবে স্থান ভেদে এই গাড়িটি আপনি 70,000 থেকে শুরু করে 90,000 টাকায় ক্রয় করতে পারবেন।

Advertisements

এছাড়া যদি গাড়িটিতে নিরাপত্তার কথা বলি, তবে ePluto 7G Pro ইলেকট্রিক স্কুটারে গ্রাহকদের নিরাপত্তার জন্য দুই চাকাতে ড্রাম ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, শক্তিশালী ড্রাম ব্রেকিং সিস্টেম গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করবে। তাছাড়া, গাড়িটিতে ডিজিটাল ডিসপ্লে, ব্লুটুথ সংযোগ, ইউএসবি পোর্টের মতো অত্যাধুনিক সুবিধা দেখা যাবে। বর্তমানে এই গাড়িটি একাধিক রঙে উপলব্ধ রয়েছে বিশ্ব বাজারে। আপনি চাইলে ম্যাট কালো, ধূসর এবং সাদা রঙের মধ্যে যেকোনো একটি রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে দুর্দান্ত এই গাড়িটি ২০০০+ বুকিং হয়েছে।

Advertisements