বৃহৎ পরিবারের জন্য দুর্দান্ত একটি গাড়ি ক্রয় করতে চান? তবে আজ আমরা এই নিবন্ধে আপনাদের এমন একটি দুর্দান্ত গাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি, যে গাড়িটি কিনতে আপনাকে মাত্র 2 লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। শুনে আশ্চর্য হচ্ছেন? হ্যাঁ, মাত্র 2 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে আজকেই কিনতে পারবেন 7-সিটারের Kia Carens। আমরা আপনাদের জানিয়ে রাখি, MPV সেগমেন্টে শীর্ষ বিক্রি হওয়া Maruti Ertiga-কে রীতিমতো টক্কর দিচ্ছে Kia Carens। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, দুর্দান্ত এই গাড়িটির দাম এবং সহজ কিস্তি সম্পর্কে-
Kia Motors ভারতে 7 আসনের গাড়ি ক্রেতাদের জন্য Carens চালু করেছে। যা আপনার পরিবারের সুরক্ষার জন্য সর্বতোভাবে প্রস্তুত। গাড়িটি এক বছর আগে ভারতীয় বাজারে 9 লক্ষ টাকা প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হলেও বর্তমানে দিল্লির এক্স শো-রুমে এই গাড়িটির প্রারম্ভিক মূল্য ধার্য করা হয়েছে 10.45 লক্ষ টাকা। যদি আপনি আপনার বড় পরিবারের জন্য একটি দুর্দান্ত ড্যাশিং গাড়ি ক্রয় করতে চান, তবে Kia Carens হতে চলেছে আপনার জন্য আদর্শ গাড়ি।

তবে দুর্দান্ত এই গাড়িটি ক্রয় করতে হলে আপনাকে একসঙ্গে 10 লক্ষ টাকা খরচ করতে হবে না। এর জন্য কোম্পানির তরফ থেকে একটি দুর্দান্ত অফার জারি করা হয়েছে গ্রাহকদের জন্য। যে অফারের অধীনে আপনি Kia Carens গাড়ির যেকোন ভেরিয়েন্ট মাত্র 2 লাখ টাকায় ক্রয় করতে পারবেন। এরপর আপনাকে মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে বাকি টাকা।

যদি Kia Carens গাড়ির বেস ভেরিয়েন্টের কথা বলি, তবে দিল্লির এক্স শো-রুমে গাড়িটির প্রারম্ভিক মূল্য ধার্য করা হয়েছে 10.45 লক্ষ টাকা। যেটি ট্যাক্স সহ অন রোড মূল্য দিয়ে দাঁড়ায় 12,09,498 টাকায়। প্রাথমিকভাবে দু’লক্ষ টাকা প্রদান করে গাড়িটি ক্রয় করার পর বাকি থাকা 10,09,498 লক্ষ টাকার সহজ কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন আপনি। 5 বছরের মেয়াদে আপনাকে 9% সুদে 20,956 টাকা মাসিক কিস্তিতে বাকি টাকা পরিশোধ করার সুযোগ পাবেন আপনি।







