Matter Aera EV: 1,999 টাকা বুকিংয়ের উপর 5,000 টাকার ডিসকাউন্ট, এই ইলেকট্রিক বাইক দিচ্ছে তোলপাড় করা অফার

সম্প্রতি ভারতীয় বাজারে এমন একটি সুপার বাইক লঞ্চ করা হয়েছে, যেটি আপনার স্বপ্নকে সার্থক করে তুলতে সক্ষম। গত 17 মে থেকে এই সুপার বাইকের বুকিং…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

সম্প্রতি ভারতীয় বাজারে এমন একটি সুপার বাইক লঞ্চ করা হয়েছে, যেটি আপনার স্বপ্নকে সার্থক করে তুলতে সক্ষম। গত 17 মে থেকে এই সুপার বাইকের বুকিং শুরু হয়েছে। তবে তার কয়েক ঘণ্টা আগে সংস্থার তরফ থেকে গ্রাহকদের জন্য বিশাল ছাড় দেওয়া হয়েছে। নতুন গাড়ি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, প্রথম 9, 999 জন ক্রেতারা বাইকটি মাত্র 1,999 টাকা টোকেন মূল্যের বিনিময়ে বুকিং করতে পারবেন। পাশাপাশি মিলবে 5,000 টাকা ছাড়ের সুবিধা। এছাড়া 10,000 থেকে 29,999 গ্রাহকদের জন্য টোকেন মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 2,999 টাকা। এর সঙ্গে তারাও পাবেন 2,500 টাকা ছাড়ের সুবিধা।

Advertisements

আসলে ভারতের বাজারে সদ্য লঞ্চ হওয়া Matter Aera Electric Bike-এর তরফ থেকে এই দুর্দান্ত অফারটি জারি করা হয়েছে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, যারা যত আগে বুকিং করবেন তারা তত বেশি অফার পাবেন। প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে দুর্দান্ত এই সুপার বাইকটি ভারতবর্ষের 25টি শহর থেকে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কোম্পানি। যেখানে ব্যাঙ্গালোর, চেন্নাই, কলকাতা, মুম্বাই এবং দিল্লির মতো শহর গুলিতে আগে বুকিং করার সুযোগ পাবেন গ্রাহকরা। যেসব অঞ্চলে এখনো পর্যন্ত এর বুকিং শুরু করা হয়নি, তারা চাইলে ওয়েটিং লিস্টে নাম নথিভুক্ত করে বুকিং করতে পারবেন।

Advertisements

দুর্দান্ত এই সুপার বাইকটি বুকিং করার পর যদি কোন ক্ষেত্রে আপনি বুকিং ক্যান্সেল করেন, তবে কোম্পানির তরফ থেকে সমস্ত বুকিং ফি রিফান্ড করা হবে আপনাকে। পাশাপাশি কোম্পানির তরফ থেকে আরও বলা হয়েছে, 25টি শহরের মানুষ আগে গাড়িটি ডেলিভারি পাবেন এবং পরবর্তীতে ওয়েটিং লিস্টে থাকা ব্যক্তিরা পাবেন গাড়িটি। যদি গাড়িটির দামের কথা বলে, তবে এটি দিল্লির এক্স শো-রুম থেকে 1.43 লাখ টাকায় বিক্রি করা হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

যদি দুর্দান্ত এই ইলেকট্রিক গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এই বাইকে প্রতি কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আপনাকে খরচ করতে হবে মাত্র 25 পয়সা। সুপার এই বাইকটি 0 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সর্বোচ্চ 6 সেকেন্ড সময় নেয়। পাশাপাশি এক চার্জে সর্বোচ্চ 125 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে এই Matter Aera Electric Bike। যদি দুর্দান্ত এই বাইকের কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে এতে 7 ইঞ্চি টাচস্ক্রিন, ডিজিটাল ওডোমিটার, সিঙ্গেল চ্যানেল এবিএস, দু চাকাতেই ডিস্ক ব্রেক, USB চার্জিং পোর্ট, মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, জিপিএস নেভিগেশন সিস্টেম দেখতে পাবেন।

Advertisements