Bajaj Avenger 220: Royal Enfield-এর মাথায় হাত, বাজারের সেরা বাইক লঞ্চ করতে চলেছে Bajaj

খুব শীঘ্রই ভারতের বাজারে সুপার বাইক লঞ্চ করতে চলেছে বাইক নির্মাণ কোম্পানি Bajaj। মূলত তাদের পুরনো মডেল Bajaj Avenger 160cc-র গাড়িকে নতুন রূপে লঞ্চ করতে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

খুব শীঘ্রই ভারতের বাজারে সুপার বাইক লঞ্চ করতে চলেছে বাইক নির্মাণ কোম্পানি Bajaj। মূলত তাদের পুরনো মডেল Bajaj Avenger 160cc-র গাড়িকে নতুন রূপে লঞ্চ করতে চলেছে ভারতীয় এই কোম্পানিটি। তবে নতুন Bajaj Avenger গাড়িতে একাধিক চোখ ধাঁধানো ফির্চাস লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। ইতিমধ্যে বাইকটির একাধিক ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা বাইক প্রেমীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক Bajaj Avenger 220cc গাড়ির অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-

Advertisements

প্রথমেই আমরা আপনাকে জানিয়ে রাখি, Bajaj শীঘ্রই ভারতে তার Avenger 220cc বাইক লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, তাদের এই নতুন গাড়িটি Royal Enfield-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। আপনাদের জানিয়ে রাখি, Bajaj Avenger 160 লঞ্চ হওয়ার প্রায় তিন বছর পর নতুন অবতারে ফিরে আসতে চলেছে Bajaj Avenger৷ সূত্রের খবর অনুযায়ী, কোম্পানি এই গাড়িতে একটি 220 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন প্রদান করা হবে। শক্তিশালী এই ইঞ্জিনটি 19 bhp শক্তি এবং 17.55 Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে বলেও জানানো হয়েছে। শক্তিশালী এই ইঞ্জিনটি 5 স্পিড ম্যানুয়াল গিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হবে।

Advertisements

Bajaj Avenger 220 Street ইঞ্জিন গাড়িটির আরও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এই গাড়িটি E20 ফুয়েলে চলতে সক্ষম। অর্থাৎ, বাইকটি 80 শতাংশ পেট্রোল এবং 20 শতাংশ ইথানলের মিশ্রণে চলতে সক্ষম। পাশাপাশি গাড়িটির আরও কিছু দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলি, তবে এই বাইকে একটি ভিন্ন ডিজাইনের হেডলাইট কাউল, অ্যালয় হুইলস, হ্যান্ডেলবার, গ্র্যাব রেল এবং অ্যাম্বার ব্যাকলিট ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার লক্ষ্য করা যাবে। পাশাপাশি দুর্দান্ত এই বাইকে একটি 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক লক্ষ্য করা যাবে। দুর্দান্ত এই গাড়িটি দিল্লির এক্স শো-রুমে 1.42 লাখ টাকায় উপলব্ধ হবে।

Advertisements