নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে চাইছেন অথচ রাস্তা জানা নেই? এক্ষুনি সার্চ করুন গুগল ম্যাপে। কারোর সাহায্য ছাড়াই গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে গন্তব্যে পৌঁছানোর রাস্তা। তবে সব সময় যে গুগল ম্যাপ সঠিক রাস্তা আপনাকে দেখাবে, এমনটা নাও হতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও তীব্রভাবে ভাইরাল হয়েছে, যেটি দেখার পর গুগল ম্যাপের উপর থেকে ভরসা উঠে যাবে আপনার। ভিডিওটি দেখার পর হাসির রোল পড়েছে নেট পাড়ায়।
আসলে ঘটনাটি ঘটেছে হাওয়াইয়ে হনোকোহাউ হার্বারে। সেখানে দুই মহিলা গাড়ি চালিয়ে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন। গন্তব্যে যাওয়ার পথ যেন না থাকার কারণে তারা সাহায্য নিয়েছিলেন গুগল ম্যাপের। তবে সেই মানচিত্র দেখে গন্তব্যে পৌঁছানোর স্থানে পৌঁছে গেলেন মহাসমুদ্রে। শুধু এখানেই শেষ নয়, ওই মহিলা বুঝতে না পেরে গাড়ি নামিয়ে দেন জলের মধ্যে। এর পরের ঘটনা দেখে হাসি চেপে রাখতে পারেনি নেটিজেনরা।
পুরো ঘটনা ক্যামেরা বন্দি করেছেন ক্রিস্টি হাচিনসন নামের এক ইন্টারনেট ব্যবহারকারী। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভিডিওটি। এখনও পর্যন্ত এই হাস্যকর ভিডিওটি প্রায় 50 হাজার মানুষ উপভোগ করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পূর্বে তিনি লিখেছেন,’বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য সমুদ্রে আশ্রয় নিচ্ছেন তারা।’
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভুলবশত গাড়িটি সমুদ্রের জলে পড়ার পর ধীরে ধীরে সেটি তলিয়ে যাচ্ছে। গাড়ির ভিতর থেকে দুজন মহিলা সাহায্যে পাওয়ার জন্যে চিৎকার করছেন। মূলত তাদের চিৎকার শুনে পাশে থাকা কয়েকজন ব্যক্তিকে জলে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে উদ্ধার করতেও দেখা গেছে। ভিডিওটি দেখার পর কোন কোন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলছেন,’কখনোই চোখ বন্ধ করে গুগল ম্যাপের প্রতি বিশ্বাস করা উচিত নয়।’