সময়ের অগ্রগতির সাথে সাথে প্রযুক্তির যে বিস্ফোরক ঘটছে, সে কথা আজকাল অস্বীকার করার জায়গা নেই। দিনের পর দিন এমন সব জিনিস বিশ্ববাজারে ছড়িয়ে পড়ছে, যা দেখে হতভম্ব হয়ে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। চিরাচরিত পেট্রোল-ডিজেলের ইঞ্জিন ছেড়ে বর্তমানে ইলেকট্রিক গাড়ির স্বর্ণযুগ চলছে। বর্তমানে ভারত তথা বিশ্বের একাধিক কোম্পানি ইলেকট্রিক বাইক-স্কুটার নির্মাণে মনোযোগ দিয়েছে। এখন বাজারে ইলেকট্রিক গাড়ির একাধিক বিকল্প উপলব্ধ রয়েছে গ্রাহকদের জন্য।
তবে সুবিধার পাশাপাশি ইলেকট্রিক গাড়িতে অসুবিধা রয়েছে প্রচুর। মাঝ রাস্তায় চার্জ শেষ হয়ে যাওয়ার ফলে মহা-বিপদে পড়তে পারেন গাড়ির চালক। এবার সেই সমস্যার সমাধান নিয়ে এলো গাড়ি নির্মাণ কোম্পানি Hero Motocorp। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের নির্মিত হাইব্রিড স্কুটার ইলেকট্রিকের পাশাপাশি চলবে পেট্রলেও। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, বিশ্ব বাজারের প্রথম হাইব্রিড স্কুটারের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের নতুন হাইব্রিড স্কুটারে ব্যাটারির পাশাপাশি উপলব্ধ থাকবে 124.5cc-র শক্তিশালী পেট্রোল চালিত ইঞ্জিন। যার ফলে মাঝ রাস্তায় গাড়ির ব্যাটারি শেষ হয়ে গেলে পেট্রোল ইঞ্জিন ব্যবহার করে খুব সহজে নিজের গন্তব্যে পৌঁছানো যাবে। যদি এই গাড়ির দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে টেলিস্কোপিক সাসপেনশন, ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল ওডোমিটার, ফুয়েল ইন্ডিকেটর, স্টল অ্যালার্ম, লো ব্যাটারি ইন্ডিকেটর, অ্যান্টি থেফট অ্যালার্ম, ইউএসবি পোর্ট, এলইডি লাইটের মতো ফির্চাস লক্ষ্য করা যাবে। যদি দুর্দান্ত এই গাড়ির দামের কথা বলি, তবে ভারতীয় বাজারে এই গাড়ির বিক্রয় মূল্য 1 লাখ টাকা থেকে শুরু করে 1.4 লাখ টাকা পর্যন্ত হতে পারে।