এই মুহূর্তে ভারতীয় বাজারে বিক্রি হওয়া প্রিমিয়াম গাড়ির তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছে Royal Enfield। তবে এবার সেই গাড়ির অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চলেছে Hero Hunter 350। দুর্দান্ত ডিজাইন এবং অবিশ্বাস্য ফির্চাসের কারণে গাড়িটি তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন কোম্পানিটির কর্মকর্তারা। পাশাপাশি কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, তাদের এই ক্রুজার বাইকটি Royal Enfield-এর চেয়েও অনেক কম মূল্যে ক্রয় করতে পারবেন গ্রাহকরা।

দিনের পর দিন ভারতে ক্রুজার বাইকের চাহিদা বেড়েই চলেছে। Royal Enfield থেকে শুরু করে Bajaj, প্রত্যেক কোম্পানি নিজেদের চিরাচরিত বাইক নির্মাণ ছেড়ে ক্রুজার বাইক নির্মাণে মনোনিবেশ করেছে। বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রত্যেকটা বাইক নির্মাণ কোম্পানি দিনের পর দিন নতুন ক্রুজার বাইক লঞ্চ করছে। এবার সেই জুতোতে পা গলাতে চলেছে বাইক নির্মাণ কোম্পানি Hero। জানা যাচ্ছে, খুব শীঘ্রই বিশ্ববাজারে Hunter 350cc বাইক লঞ্চ করবে কোম্পানিটি।

জানলে অবাক হবেন, Hero Motocorp হলো একমাত্র কোম্পানির যারা এখনও পর্যন্ত 350cc-র গাড়ি উৎপাদন করতে সক্ষম হয়নি। তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, তারা এবার বাজারের সাথে তাল মিলিয়ে 350cc-র বাইক নির্মাণ করতে চলেছে। ইতিমধ্যে তাদের নতুন বাইকের প্রটোটাইপ তৈরি করেছে। মনে করা হচ্ছে, আসন্ন দীপাবলীর পূর্বে ভারতীয় বাজারে এই ক্রুজার বাইকটি লঞ্চ করবে হিরো। তবে তাদের এই নতুন গাড়ির বিক্রয় মূল্য কত হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ্যে আসেনি। কোম্পানির এই দুর্দান্ত বাইকটি লঞ্চ হওয়ার পর Honda, Royal Enfield, Bajaj-এর মতো কোম্পানিগুলি বিপদে পড়বে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা।







