নতুন কোন গাড়ি নয় বরং রতন টাটার স্বপ্নের গাড়ি TATA Nano এবার অন্যরূপে বাজারে আসতে চলেছে। জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বর্তমানে গ্রাহকরা ইলেকট্রিক গাড়ি কেনার দিকে আগ্রহ দেখাচ্ছেন বেশি। বিষয়টি মাথায় রেখে গ্রাহকদের জন্য বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে টাটা। কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে, এটাই হবে ভারতীয় বাজারে সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ি। নাম একই হলেও এবার গাড়িটির লুকিংয়ে বিরাট পরিবর্তন এনেছে টাটা।

যদি বাজারে আসতে চলা এই গাড়িটির বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে Tata Nano EV ইলেকট্রিক গাড়িটিতে পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগ সহ 7-ইঞ্চি টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগের মত দুর্দান্ত সুবিধা রেখেছে গাড়ি নির্মাণ কোম্পানিটি।

এছাড়া কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, গাড়িটি এক চার্জে 315 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম হবে। শুধুমাত্র মাইলেজ নয়, গাড়িটির ডিজাইনেও বিশেষ পরিবর্তন এনেছে টাটা। চির পরিচিত টাটা ন্যানোর ডিজাইন ছেড়ে নতুন গাড়িটিকে স্পোর্টস লুকে বাজারে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। Tata Nano EV গাড়িটি এখনো পর্যন্ত ভারতীয় বাজারে সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি হতে চলেছে বলে জানা গেছে। যদি দামের কথা বলি, তবে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে আমরা আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই গাড়িটি মাত্র 5 লাখেরও কম মূল্যে ক্রয় করতে পারবেন আপনি।







