যদি এই মুহূর্তে আপনি একটি দুর্দান্ত 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন এবং বাজারের সেরা স্মার্টফোন কিনতে চান, তবে ছোট্ট এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা এমন একটি দুর্দান্ত স্মার্টফোনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি আপনার সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম। শুধু তাই নয়, কিলার লুকের এই স্মার্টফোনটি আপনার জন্য সময়ের সেরা ফোন বলে বিবেচিত হবে বলেও আমরা মনে করছি।
সূত্রের পাওয়া তথ্য অনুযায়ী, খুব শীঘ্রই ভারত তথা বিশ্ব বাজারে নিজেদের ধাসু ফোন লঞ্চ করতে চলেছে Nothing। মনে করা হচ্ছে, Nothing Phone 1-এর উত্তরসূরী হিসেবে এই ফোনটি বাজারে আসবে। যেটি গুণগত মানে যে কোন ফোনের সাথে টক্কর দিতে সক্ষম হবে বলে মনে করছেন স্মার্টফোন বিশেষজ্ঞরা। চলুন জেনে নেওয়া যাক, নতুন স্মার্ট ফোন Nothing Phone 2-তে কি ধরনের চোখ ধাঁধানো ফির্চাস লক্ষ্য করা যাবে-

প্রথমেই যদি Nothing Phone 2-এর ডিসপ্লের কথা বলি, তবে এই স্মার্টফোনে 6.67-ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দুর্দান্ত এই স্মার্ট ফোনে প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট দেখতে পাওয়া যাবে বলেও মনে করা হচ্ছে। এছাড়া দুর্দান্ত এই ফোনে যদি ক্যামেরার কথা বলি, সেক্ষেত্রে Nothing Phone 2-তে 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি এই ফোনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই নতুন ফোনটিতে 8 GB RAM এবং 128 GB অভ্যন্তরীণ স্টোরেজ যুক্ত হবে। যদি চোখ ধাঁধানো এই স্মার্টফোনের শক্তিশালী ব্যাটারির কথা বলি, তবে এই ফোনটিতে 66W ফাস্ট চার্জিং সহ একটি 4700mAh Li-Polymer ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বলি, সে ক্ষেত্রে এর প্রারম্ভিক মূল্য 39,990 টাকা হতে পারে।







