Bajaj Electric Scooter: না আছে পেট্রোলের চিন্তা, না আছে চার্জ করার চিন্তা! নতুন প্রযুক্তির স্কুটার লঞ্চ করতে চলেছে Bajaj

বিশ্বে প্রতিনিয়ত জ্বালানি তেলের উত্তমূল্যের কারণে দিনের পর দিন ইলেকট্রিক বাইক আর স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। তবে ইলেকট্রিক বাইক-স্কুটার গ্রাহকদের জন্য বড় একটি অসুবিধার কারণ…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বিশ্বে প্রতিনিয়ত জ্বালানি তেলের উত্তমূল্যের কারণে দিনের পর দিন ইলেকট্রিক বাইক আর স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। তবে ইলেকট্রিক বাইক-স্কুটার গ্রাহকদের জন্য বড় একটি অসুবিধার কারণ হয়ে উঠে দাঁড়িয়েছে। কারণ এই গাড়ি ব্যবহার করে নিজের গন্তব্যে পৌঁছানোর আগেই অনেক সময় চার্জ ফুরিয়ে যাচ্ছে গাড়ির। আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতের পরিকাঠামোতে এখনও পর্যন্ত এই সমস্ত গাড়ির জন্য চার্জিং পয়েন্ট স্থাপন করা সম্ভব হয়ে ওঠেনি। ফলে নির্ধারিত জায়গায় পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে গ্রাহকদের।

Advertisements

Ola, Okinwa, Ather, TVS এর মতো অনেক কোম্পানি এখন বাজারে তাদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। তবে সেই সমস্ত স্কুটার কিনে বেশ চিন্তায় পড়েছেন গ্রাহকরা। এমন পরিস্থিতিতে বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় গাড়ি নির্মাণ কোম্পানি Bajaj। নতুন প্রযুক্তির এই স্কুটার বাজারে লঞ্চ হলে চার্জ করার জন্য দুশ্চিন্তা থাকবে না গ্রাহকদের। ফলে ঝামেলা বিহীনভাবে নিজের গন্তব্যে পৌঁছাতে পারবেন তারা।

Advertisements

মনে করা হচ্ছে, চলতি বছরের শেষ লগ্নে নতুন প্রযুক্তির এই স্কুটার ভারতের বাজারে লঞ্চ করবে Bajaj। জানলে অবাক হবেন, আজ পর্যন্ত বিশ্বের কোন কোম্পানি এই ধরনের উন্নত প্রযুক্তির ব্যবহার করেনি তাদের স্কুটারে। জানা গেছে, কোম্পানির এই দুর্দান্ত ইলেকট্রিক স্কুটারটি অদলবদল যোগ্য ব্যাটারির সাথে লঞ্চ করা হবে। অর্থাৎ আপনার ইলেকট্রিক স্কুটারে ব্যাক-আপ একটি শক্তিশালী ব্যাটারি প্রদান করা হবে। ফলে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পৌঁছাচ্ছেন, ততক্ষণ দুশ্চিন্তা মুক্তভাবে ড্রাইভ করতে পারবেন আপনি।

শুধুমাত্র অদলবদল যোগ্য ব্যাটারি নয়, বাজাজের নতুন এই ইলেকট্রিক স্কুটারে আরও একাধিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। দুর্দান্ত এই স্কুটারে ফ্রন্ট ডিস্ক ব্রেক, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল ডিসপ্লে, ইউএসবি সার্জিং পোর্ট, ডিজিটাল স্পিড মিটারের মতো চোখ ধাঁধানো বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। তবে দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটার কবে লঞ্চ হবে এবং এর প্রারম্ভিক মূল্য কত হবে, সে প্রসঙ্গে কোনো রকম তথ্য প্রকাশ্যে আনেনি কোম্পানির কর্মকর্তারা।

Advertisements