Honda EM1: দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ করলো Honda, দেখে নিন দাম এবং অবিশ্বাস্য ফির্চাস

বর্তমানে ভারতীয় বাজারে একাধিক ইলেকট্রিক গাড়ি উপলব্ধ রয়েছে গ্রাহকদের জন্য। বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বর্তমানে এটিই হয়ে উঠেছে গাড়ি প্রেমীদের জন্য প্রথম পছন্দের অপশন।…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতীয় বাজারে একাধিক ইলেকট্রিক গাড়ি উপলব্ধ রয়েছে গ্রাহকদের জন্য। বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বর্তমানে এটিই হয়ে উঠেছে গাড়ি প্রেমীদের জন্য প্রথম পছন্দের অপশন। যদিও ইলেকট্রিক গাড়ি নির্মাণে বেশ কিছুটা পিছিয়ে ছিল Honda, তবে এবার নিজেদেরকে নতুনভাবে মেলে ধরতে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে এই গাড়ি নির্মাণ কোম্পানিটি।

Advertisements

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, গাড়ি নির্মাণ কোম্পানি হোন্ডা গত বছর Honda EM1 লঞ্চ করার কথা ঘোষণা করেছিল। সেই ঘোষণার সূত্র ধরে সম্প্রতি তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার বিক্রির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ভারতীয় বাজারে। স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য এই গাড়িটি উপযুক্ত বলে মনে করা হচ্ছে। পাশাপাশি অদল বদলযোগ্য ব্যাটারি সেট-আপ থাকার কারণে লম্বা দূরত্ব অতিক্রম করতেও কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না গ্রাহকদের, এমনটা জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements

যদি এই মুহূর্তে আপনি সবচেয়ে কম মূল্যে একটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে চান, সেক্ষেত্রে Honda EM1 ইলেকট্রিক স্কুটার হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। যদি গাড়িটির শক্তিশালী ব্যাটারির কথা বলি, তবে এতে 1.47 kWh-এর ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যেটি সম্পূর্ণ চার্জ হওয়ার পর সর্বোচ্চ 40 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এছাড়া এই গাড়িতে ব্যাটারি অদল বদলযোগ্য করার সুবিধা থাকার জন্য আপনি এর মাইলেজ বাড়িয়েও নিতে পারবেন।

আমরা আপনাদের বলি যে, স্বল্প দূরত্ব অতিক্রম করতে পারা এই গাড়িটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় মাত্র 6 ঘন্টা। যদি এই গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে এতে টেলিস্কোপিক সস্পেন, টনভিন শক এবজরবর, কম্বো ব্রেকিং সিস্টেম তথা রেয়ার ডিস্ক ব্রেকের মত সুবিধা দেখা যাবে। যদি দুর্দান্ত এই গাড়িটির বাজার মূল্যের কথা বলি, তবে অন-রোড এই গাড়িটির দাম প্রায় 77,000 টাকার কাছাকাছি হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements