TVS iQube EV: মাত্র 10 দিনে 1000 স্কুটার সরবরাহ করেছে TVS! 145KM মাইলেজ সহ দেখুন গাড়িটির অবিশ্বাস্য ফির্চাস

ভারতীয় বাজারে এই মুহূর্তে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বাইক চালানো একপ্রকার বন্ধ করে দিয়েছেন মধ্যবিত্তরা। অতীব প্রয়োজন ব্যতীত নিজের সারা জীবনের সঞ্চয় দিয়ে শখের বাইক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতীয় বাজারে এই মুহূর্তে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বাইক চালানো একপ্রকার বন্ধ করে দিয়েছেন মধ্যবিত্তরা। অতীব প্রয়োজন ব্যতীত নিজের সারা জীবনের সঞ্চয় দিয়ে শখের বাইক অথবা স্কুটার কিনতেও কয়েকবার ভাবছে। দুর্মূলের বাজারে সাধারণ মানুষের কথা ভেবে ইতিমধ্যে বহু গাড়ি নির্মাণ কোম্পানি নিজেদের চিরাচরিত পেট্রোল ইঞ্জিনের গাড়ি নির্মাণ কমিয়ে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মননিবেশ করেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইলেকট্রিক গাড়ির যুগে TVS কোম্পানি 2020 সালে iQube ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল, যা তার দুর্দান্ত ফির্চাসের আজকে দিনেও সমানভাবে জনপ্রিয়।

Advertisements

সম্প্রতি মেগা ডেলিভারি ম্যারাথন প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম শুরু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে খুব দ্রুত গ্রাহকদের বুকিং করা গাড়ি সরবরাহ করছে TVS। আমরা আপনাদের জানিয়ে রাখি, ডেলিভারি ম্যারাথন প্রোগ্রামের অধীনে বিগত 10 দিনে দিল্লিতে 1000 ইলেকট্রিক স্কুটার সরবরাহ করেছে TVS।

Advertisements

যদি আমরা আপনাদের TVS iQube ইলেকট্রিক গাড়ির সুবিধা সম্পর্কে বলি, তবে এই গাড়িতে 50,000 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আপনাকে খরচ করতে হবে মাত্র 6466 টাকা। যেখানে একটি পেট্রোল ইঞ্জিনের বাইকের মাধ্যমে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে আপনাকে খরচ করতে হবে প্রায় 100 টাকা।

কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, TVS iQube ইলেকট্রিক স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জে 145 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। আর শক্তিশালী এই ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ করতে আপনাকে ইলেকট্রিক বিল বাবদ খরচ করতে হবে মাত্র 18.75 টাকা। অর্থাৎ এই ইলেকট্রিক স্কুটারে কিলোমিটার প্রতি দূরত্ব অতিক্রম করতে আপনাকে খরচ করতে হবে মাত্র 13 পয়সা। যদি দুর্দান্ত এই স্কুটারের দামের কথা বলি, তবে এটি সম্পূর্ণ ট্যাক্স প্রদানের পর মাত্র 99,130 টাকায় ক্রয় করতে পারবেন আপনি।

যদি TVS iqube স্কুটারের বৈশিষ্ট্যের কথা বলি, তবে এটাই ভারতের একমাত্র ইলেকট্রিক স্কুটার যেটি স্পোর্টস লুকের সাথে বাজারে উপলব্ধ রয়েছে। দুর্দান্ত ডিজাইনের পাশাপাশি এই ইলেকট্রিক স্কুটারে 4.56 kWh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এছাড়া এই স্কুটারটিতে একটি 17.78 সেমি টাচস্ক্রিন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার লক্ষ্য করা যাবে। যার মাধ্যমে আপনি স্কুটারের চার্জ, মাইলেজ, সময় এবং স্পিডের মত গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন।

Advertisements