এই মুহূর্তে ভারতের বাজারে ক্রুজার বাইকের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। তরুণ প্রজন্মের বাইক প্রেমীদের কাছে প্রথম পছন্দের গাড়ি হয়ে উঠেছে একটি ক্রুজার বাইক। বিগত বেশ কয়েক দশক ধরে তরুণ প্রজন্মের সেই চাহিদা পূরণ করেছে Royal Enfield। তবে সম্প্রতি Bajaj তাদের ক্রুজার বাইক (Bajaj Avenger) লঞ্চ করে বিশেষভাবে সফল হয়েছে। বিগত কয়েক দশক ধরে ভারতীয় বাজারে সাদামাটা গাড়ি বিক্রি করলেও আজ পর্যন্ত ক্রুজার বাইক লঞ্চ করেনি গাড়ি নির্মাণ কোম্পানি Hero।

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতের বাজারে ‘কামাল কা বাইক’- লঞ্চ করতে চলেছে এই কোম্পানিটি। সূত্রের খবর অনুসারে, Hero তরুণ প্রজন্মের চাহিদার কথা বিবেচনায় রেখে Hunter 350cc লঞ্চ করতে চলেছে। গাড়িটির দুর্দান্ত ডিজাইন এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে যদি আমরা আপনাদের বলি, তবে কোম্পানি তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন তথ্য প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে, বাজারে উপস্থিত 350cc-র যেকোনো গাড়ির সাথে পাল্লা দিতে সক্ষম হবে Hero Hunter।

আমরা আপনাদের বলি, Hero Motocorp হলো একমাত্র কোম্পানির যারা এখনও পর্যন্ত 350cc-র গাড়ি উৎপাদন করতে সক্ষম হয়নি। তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, এবার বাজারে চাহিদার সাথে তাল মিলিয়ে 350cc-র বাইক নির্মাণ করতে চলেছে কোম্পানিটি। ইতিমধ্যে তাদের নতুন বাইকের প্রটোটাইপ তৈরি করেছে। মনে করা হচ্ছে, আসন্ন দীপাবলীর পূর্বে ভারতীয় বাজারে এই ক্রুজার বাইকটি লঞ্চ করবে হিরো।তবে কোম্পানির এই দুর্দান্ত বাইকটি লঞ্চ হওয়ার পর Honda, Royal Enfield, Bajaj-এর মতো কোম্পানিগুলি বিপদে পড়বে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা।







