খুব শীঘ্রই ভারতের বাজারে Toyota নিজেদের Mini Fortuner গাড়ি লঞ্চ করতে চলেছে। দুর্দান্ত এই গাড়িটির ডিজাইন দেখে ইতিমধ্যে ঘুম উঠেছে টাটা, মাহেন্দ্রা সহ একাধিক কম্পানির। পাশাপাশি সবচেয়ে কম মূল্যে সর্বাধিক ফির্চাস দিতে বদ্ধপরিকর এই গাড়ি নির্মাণ কোম্পানিটি। ইতিমধ্যে লঞ্চ হতে চলা এই গাড়িটির একাধিক বৈশিষ্ট্যের কথা প্রকাশ্যে এসেছে। যেটি দেখার পর গাড়িটি কেনার জন্য লাইন দিতে শুরু করেছেন গ্রাহকরা। আজ এই নিবন্ধে আমরা আপনাদের Toyota Mini Fortuner গাড়ির দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে জানাতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

প্রথমত আমরা আপনাদের জানিয়ে রাখি, Toyota কোম্পানি এই SUV-তে স্ট্রোনগ হাইব্রিড প্রযুক্তির অফার করছে। যা প্রথমেই কুপোকাত করেছে একাধিক কোম্পানির দামি দামি গাড়িকে। যদি দুর্দান্ত এই গাড়ির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে আমরা আপনাদের বলি, তবে এতে 1.5-লিটারের K15C ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যেটি 103hp শক্তি এবং 137Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে। পাশাপাশি কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, তাদের দুর্দান্ত এই গাড়িটি 5-স্পীড ম্যানুয়াল বা 6-স্পীড টর্ক কনভার্টার অটোম্যাটিক গিয়ার বক্সের দ্বারা নিয়ন্ত্রিত হবে।

যদি দুর্দান্ত এই গাড়িটির একাধিক আধুনিক সুবিধা সম্পর্কে বলি, তবে এতে অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল, টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, 360-ডিগ্রী ক্যামেরা, প্যানোরমিক সানরুফ, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লস্টারের মত অত্যাধুনিক সুবিধা লক্ষ্য করা যাবে। পাশাপাশি গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে এই গাড়িতে 6টি এয়ার ব্যাগ প্রদান করবে কোম্পানি। যদি Toyota Mini Fortuner গাড়ির দামের কথা বলি, তবে এই গাড়ির প্রারম্ভিক বাজার মূল্য 10.48 টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। কোম্পানির তরফ থেকে গাড়িটি লঞ্চ করার দিন ঘোষণা করা না হলেও মনে করা হচ্ছে, আগামী দীপাবলিতে গ্রাহকদের জন্য দুর্দান্ত এই গাড়ি বিক্রি শুরু করবে Toyota।







