কীর্তনের সুরে নাচছে হরিণ! ভিডিও না দেখলেই মিস

কার মুড কখন কেমন থাকে কে বলতে পারবেন। সে মানুষ হোক কিংবা অন্য কোনো প্রাণী, মেজাজটাই তো আসল রাজা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

কার মুড কখন কেমন থাকে কে বলতে পারবেন। সে মানুষ হোক কিংবা অন্য কোনো প্রাণী, মেজাজটাই তো আসল রাজা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, কীর্তনের সুরে বেশ কয়েকজন মানুষ খোলা আকাশের নীচে নাচছেন। সেটা আর এমন কি! কীর্তনের সুরে মানুষ নাচবে এটা তো হয়েই থাকে, কিন্তু হরিণ নাচতে দেখেছেন? এই ভিডিওতে তেমনই দেখা গিয়েছে। কীর্তনের সুরে নাচছে হরিণ।

Advertisements

এই ভাইরাল ক্লিপটি একজন আইএফএস অফিসার পোস্ট করেছিলেন এবং লিখেছিলেন – একটি কালো হরিণ বাচ্চাদের সাথে কীর্তন উপভোগ করছে। এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি কখন এবং কোথায় এই ভিডিওটি তোলা হয়েছে। ওই কর্মকর্তা জানিয়েছেন ভিডিওটি হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ড হয়ে তাঁর কাছে এসেছিল।

Advertisements

২৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ খুশিতে উদ্বেল। একই সময়ে, তাদের খুব কাছে একটি কালো হরিণ উপস্থিত। হরিণটি একই জায়গায় দাঁড়িয়ে লাফিয়ে চলেছে। সেটাই হরিণের নাচ বলে মনে করা হচ্ছে। এখন এই ভিডিওটা কতটা সত্য সে ব্যাপারে প্রশ্ন রয়েছে l

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার (আইএফএস) সুশান্ত নন্দ টুইটারে পোস্ট করে লিখেছেন- কালো হরিণকে কৃষ্ণসার, কৃষ্ণা জিনকা এবং ব্ল্যাকবাক বলা হয়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে, কালো হরিণ ভগবান কৃষ্ণের রথ টেনে এনেছিল। সম্ভবত এই কারণেই হয়তো সে বাকি ভক্তদের মতো আন্তরিকভাবে কীর্তন উপভোগ করছেন! ক্লিপটি এখন পর্যন্ত ৬৪ হাজারেরও বেশি ভিউ এবং ১৮০০ এরও বেশি লাইক পেয়েছে।

Advertisements