Hero Splendor: KTM-কে টক্কর দিতে 150cc Splendor লঞ্চ করতে চলেছে Hero! দুশ্চিন্তায় দিন যাপন করছে Bajaj, Honda সহ একাধিক কোম্পানি

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারতীয় বাজারে Bajaj Pulsar 150cc প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন বাইক লঞ্চ করতে চলেছে Hero। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের নতুন এই…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারতীয় বাজারে Bajaj Pulsar 150cc প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন বাইক লঞ্চ করতে চলেছে Hero। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের নতুন এই গাড়িটি ভারতীয় বাজারে KTM-কে টক্কর দিতেও প্রস্তুত। ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে গাড়িটির দুর্দান্ত ফির্চাস প্রকাশ্যে এসেছে। যেটি জানার পর গ্রাহকরা অপেক্ষার রাত্রি যাপন করছেন গাড়িটির জন্য। আজ আমরা আপনাদের জানাতে চলেছি, নতুন Hero Splendor 150cc বাইকটির অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisements

বিভিন্ন মিডিয়ার তথ্য অনুসারে, Hero তাদের নতুন 150cc বাইকটি আগামী বছরের জানুয়ারিতে লঞ্চ করতে পারে ভারতীয় বাজারে। মিডিয়ার দাবি, দুর্দান্ত এই বাইকে 149.1cc শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। যে শক্তিশালী ইঞ্জিনটি 12.73bhp শক্তি এবং 13Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি গাড়িটির ডিজাইনে বিশেষ পরিবর্তন এনে স্পোর্টস লুক প্রদান করা হয়েছে। কোম্পানির তরফ থেকে আরও বলা হয়েছে, দুর্দান্ত এই গাড়িটি 150cc সেগমেন্টের Pulsar, Apache, KTM-এর মতো শক্তিশালী গাড়িগুলোর সাথে টক্কর দেবে।

Advertisements

যদি Hero Splendor 150cc গাড়ির অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আপনাদের বলি, তবে এই গাড়িতে ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল স্পিড মিটার, ডিজিটাল অ্যান্টি-লক সিস্টেম, ডিজিটাল ওডোমিটার, ABS ব্রেকিং সিস্টেম, ফুয়েল গেজ, স্মার্ট ফোন কানেক্টিভিটি, ইউএসবি পোর্ট, রিয়েল টাইম মাইলেজ এবং এলার্ম সিস্টেমের মতো সুবিধা লক্ষ্য করা যাবে। দুর্দান্ত এই গাড়িটি কবে নাগাদ ভারতীয় বাজারে লঞ্চ করা হবে সে সম্পর্কে কোনরকম তথ্য প্রকাশ করেনি Hero। যদি দুর্দান্ত এই গাড়ির দামের কথা বলি, তবে এক্স শোরুমে গাড়িটির দাম নির্ধারণ করা হতে পারে 1.17 লাখ টাকার কাছাকাছি।

Advertisements