পেট্রোল, ডিজেলের পাশাপাশি বাজারে ক্রমে প্রবেশ করেছিল সিএনজি পরিচালিত গাড়ি। এরপর এসেছে ইলেকট্রিক গাড়ি। পরিবেশের কথা মাথায় রেখে পেট্রোল, ডিজেলের ব্যাবহার ক্রমে কমানোর কথা বলা হচ্ছে। সাধারণ মানুষও পরিবেশ সম্পর্কে ক্রমে আরও সচেতন হচ্ছেন। জ্বালানি পরিচালিত গাড়ির বদলে অনেকেই এখন ঝুঁকছেন ইলেকট্রিক গাড়ির দিকে। আর ভারতে ইলেকট্রিক কার সেগমেন্টে অগ্রণী ভূমিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে অন্যতম টাটা মোটরস।
শুধু মাত্র মেট্রোপলিটন সিটিতেই নয়, কোনো ছোটো শহরেও বেড়েছে ইলেকট্রিক গাড়ি ব্যবহারের প্রবণতা। ছত্তিশগড়ের বিলাসপুর শহরেও বৈদ্যুতিক যানবাহনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কিন্তু ছোট ইলেকট্রিক গাড়ির কথা বলতে গেলে বাজারে মাত্র কয়েকটি অপশন রয়েছে। যার মধ্যে টাটার টিয়াগো ইভি বহু মানুষের কাছে সবচেয়ে বেশি পছন্দের গাড়ি হয়ে উঠেছে ক্রমে।
কিছু সমীক্ষায় দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় টাটা টিয়াগো ইভির খুব ভাল চাহিদা রয়েছে। গত বছরের জুলাইয়ে চালু হওয়ার পর থেকে বিলাসপুর শহরটিতে ১৩০ টিরও বেশি ইউনিট বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে শহরের চিকিৎসক, শিক্ষক, অধ্যাপকরাও টাটার এই গাড়িটি কিনছেন ও পছন্দ করছেন।
গ্লোবাল এনসিএপি-তে টিয়াগো ইভির ফোর স্টার সেফটি রেটিং রয়েছে। এই গাড়িতে আপনি হাইপারস্টাইল চাকা পাবেন। অর্থাৎ স্টিল হুইলে টু-টোন হুইল ক্যাপ পাওয়া যাবে। এ ছাড়া টিয়াগো ইভির ডুয়াল টোন ইন্টেরিয়র গাড়ির লুক আরও আকর্ষণীয় করে তোলে। এর পাশাপাশি ৪ টি স্পিকার টাচস্ক্রিন এবং সাউন্ড সিস্টেম ইনস্টল করা রয়েছে গাড়িটিতে। এছাড়াও, ক্লাইমেট কন্ট্রোল, ফ্ল্যাট বটম স্টিয়ারিং, দরজায় ভালো মাপের স্টোরেজ স্পেস ইত্যাদি দেওয়া হচ্ছে কোম্পানির পক্ষ থেকে। বুট স্পেসও মোটের ওপর ভালো। টিয়াগো ইভিতে আপনি ২৪০ লিটার বুট স্পেস পাবেন। নতুন সংস্করণের গাড়িতে ২৪ কিলোওয়াট ব্যাটারি দেওয়া হচ্ছে। এটি ৭৪ বিএইচপি পাওয়ার এবং ১১৪ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।
একবার ফুল চার্জ দিলে ৩১৫ কিলোমিটার দিতে পারে বলে দাবি করা হয়। যদিও গড়ে এর রেঞ্জ থেকে প্রায় প্রায় ২৫০ কিলোমিটার। এ ছাড়া লোয়ার ভ্যারিয়েন্টে ১৯.২ কিলোওয়াট ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে যা ৬০ বিএইচপি পাওয়ার এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন করে এবং একবারের ফুল চার্জে ২৫০ কিলোমিটার যেতে পারবে।
টিয়াগো ইভির ব্যাটারিতে পাবেন ৮ বছর ও ১,৬০,০ কিলোমিটারের ওয়ারেন্টি। একই সঙ্গে পুরো গাড়ির ওপর ৩ বছর ১ লাখ ২৫ হাজার কিলোমিটার ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। ভারতীয় বাজারে টিয়াগো ইভির দাম ৮.৬৯ লক্ষ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১২.০৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত রয়েছে। ছত্তিশগড়ে এই গাড়ি কেনার ক্ষেত্রে সরকারের কাছ থেকে ১০ শতাংশ বা দেড় লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে।