পাত্তা পাবে না অ্যাপেলের আই ফোন, বাজার গরম করতে আসছে নথিং ফোন ২

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘নথিং’ খুব তাড়াতাড়ি হয়তো তাদের নতুন ফোন বাজারে আনতে চলেছে। নথিং ফোন ১ এর পর আসতে চলেছে নথিং ফোন ২। নাথিং ফোনের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘নথিং’ খুব তাড়াতাড়ি হয়তো তাদের নতুন ফোন বাজারে আনতে চলেছে। নথিং ফোন ১ এর পর আসতে চলেছে নথিং ফোন ২। নাথিং ফোনের প্রথম ভার্সনটি বাজারে আসার পরেই সাড়া ফেলে দিয়েছিল। গ্যাজেড প্রেমীদের প্রায় প্রত্যেকেই একবার হলেও নাথিং ফোনের ফিচার নিশ্চয় দেখেছেন। ইউটিউবেও রয়েছে প্রচুর ভিডিও। এই ফোন প্রস্তুতকারক কোম্পানির পক্ষ থেকে মানুষের প্রত্যাশা অনেকটাই বেশি রয়েছে। দেখা যাক তাদের পরবর্তী ফোনটি কেমন হতে চলেছে। মনে করা হচ্ছে যে আসন্ন ফোনটিতে এমন ফিচার রয়েছে যা আইফোন ১৪ প্রো ম্যাক্সেও দেখা যাবে না।

Advertisements

নথিং কোম্পানির পক্ষ থেকে একটি সাক্ষাৎকারে জানানো হয়েছে যে আসন্ন নথিং ফোন ২ জুলাই মাসে লঞ্চ করা হবে। লঞ্চের ঘোষণার আগে, কোম্পানির সিইও কার্ল পেই একবার ঘোষণা করেছিলেন যে নথিং ফোন ২ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ + জেন ১ এসওসি সহ বাজারে আসতে চলেছে। কোম্পানির প্রধান নথিং ফোন ২- এর ব্যাটারি সাইজের ব্যাপারেও অনেকটা জানিয়েছেন। আগের থেকে ব্যাটারির সাইজ আরও বড় হবে বলে আশা করা হচ্ছে। নথিং ফোন ২-এ থাকবে ৪ হাজার ৭০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে নথিং ফোন ১- এ দেওয়া ছিল ৪ হাজার ৫০০ এমএএইচ-এর ব্যাটারি। রয়েছে, তাই এটি স্পষ্ট যে ফোনটি আরও বড় ব্যাটারি পাবে।

Advertisements

অ্যাপলের সর্বশেষ ভার্সন ‘আইফোন ১৪ প্রো-তে দেওয়া হয়েছে ৩ হাজার ২০০ এমএএইচ-এর ব্যাটারি এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সে দেওয়া ছিল ৪ হাজার ৩২৩ এমএএইচ-এর ব্যাটারি। একটি অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় নথিং ফোন ২-এর সামঞ্জস্যপূর্ণ ব্যাটারি লাইফ দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। ডিজিটাল নির্মাতা নথিং ফোনের ২-এর নকশা উন্মোচন করেছে। এতে অনুভূমিক ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার ফলে ফোনে পাওয়া যাচ্ছে প্রিমিয়াম লুক। নেটিজেনদের একাংশ নতুন ডিজাইনের প্রশংসা করছেন। ফোনটির ক্যামেরায় ৬০ এফপিএসে RAW HDR এবং ফোর-কে রেকর্ডিংয়ের মতো উন্নত ফিচার থাকবে।

Advertisements