সালমানকে সরাসরি বিয়ের প্রস্তাব, উত্তরে ভাইজান যা বললেন…

বি টাউনে এখনও চর্চার অন্যতম বিষয় সালমান খানের বিয়ে। বলিউড ভাইজান এখনও কিন্তু ব্যাচেলর। বছরের পর বছর সলমকে তাঁর বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। প্রতিবারই…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

বি টাউনে এখনও চর্চার অন্যতম বিষয় সালমান খানের বিয়ে। বলিউড ভাইজান এখনও কিন্তু ব্যাচেলর। বছরের পর বছর সলমকে তাঁর বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। প্রতিবারই তিনি প্রশ্ন পাশ কাটিয়ে গিয়েছেন নিজের পেশাদারিত্ব বজায় রেখে। সালমানের বয়স এখন ৫৭ বছর, তার পরেও তিনি বিয়ে করার কোনও নাম নেন না। এরই মধ্যে এমন একটি খবর সামনে এসেছে যা নিয়ে এই মুহূর্তে গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, সালমান খানকে খুব সুন্দরী এক বিয়ের ব্যাপারে নাকি প্রস্তাব দিয়েছেন। যার পর সালমান খান তাকে এমন উত্তর দিয়েছেন, যা শুনে সবাই খুব অবাক হয়েছেন। এখন সবাই নিশ্চই জানতে চাইবেন সালমান খান সুন্দরীকে কী এমন জবাব দিয়েছেন, সেটাই এবার জেনে নেওয়া যাক।

Advertisements

সালমান খান বর্তমানে গণমাধ্যমে বেশ আলোচনায় রয়েছেন এই একটি ঘটনার জন্য। সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারে প্রচুর আলোচনা হচ্ছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, সুন্দরী মহিলাকে কী এমন উত্তর দিয়েছেন সল্লু ভাই। আর কে এই মহিলা? তিনি আর কেউ না, আলিনা খালফিহ। আলিনা সালমান খানকে সরাসরি বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। সালমান খানকে সুন্দরী রমণীর প্রশ্ন,  তিনি কি তাকে বিয়ে করতে চান? এই বিষয়ে সালমান খান খুব চমৎকার উত্তর দিয়েছিলেন। এর পর থেকেই বেড়েছে আলোচনা, জল্পনা। এমন উত্তর শুনে অনেকের মুখে কোনও উত্তর নেই। অপেক্ষা না করে এবার জেনে নেওয়া যাক সরাসরি বিয়ের প্রস্তাব পেয়েছে কী বলেছিলেন সালমান।

Advertisements

সালমান খান সম্প্রতি বলিউডের একটি ইভেন্টে হাজির হয়েছিলেন এবং সবাই তাকে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন করেছিলেন। সেই সময়েই তাদের মধ্যে থেকে আলিনা খালফিহ এমন একটি প্রশ্ন করেছিলেন, যার উত্তর আজ পর্যন্ত কেউ পায়নি। তবে এলিনা খালফিহ বহু প্রতীক্ষিত উত্তরটি পেয়েছেন। সালমান খান প্রথমে মজা করে জবাব দিয়েছিলেন যে শাহরুখ খানকে নিয়ে হয়তো কথা হচ্ছে। কিন্তু তারপর এলিনা খালফিহ স্পষ্ট করে বলেছিলেন যে ‘না তিনি তার সম্পর্কেই প্রশ্নটা করেছেন।‘ এরপরেই সেই উত্তর, সালমান খান বলেছেন যে ‘আপনি আজ কেন এ কথা বলছেন, আপনার ২০ বছর আগে এ ব্যাপারে ভাবা উচিৎ ছিল। এখন আমার বিয় করার সময় চলে গিয়েছে।‘

Advertisements