Electric Bicycle: 20 হাজার টাকায় ইলেকট্রিক বাইসাইকেল বানিয়ে তাক লাগালেন মধ্যপ্রদেশের যুবক, ভিডিও ভাইরাল নেট পাড়ায়

বিগত কয়েক বছরে ভারত সহ সারা বিশ্বের মানুষ জুগাড়ের মাধ্যমে এমন কিছু বিস্ময়কর যানবাহন তৈরি করেছেন, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। বিশেষ করে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বিগত কয়েক বছরে ভারত সহ সারা বিশ্বের মানুষ জুগাড়ের মাধ্যমে এমন কিছু বিস্ময়কর যানবাহন তৈরি করেছেন, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। বিশেষ করে ভারতবর্ষের তরুণদের উদ্ভাবনী শক্তি দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছে পুরো বিশ্ব। ভাঙাচোরা ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার থেকে শুরু করে ইলেকট্রিক বাইক, সবদিকেই জুগাড়ের মাধ্যমে ধাসু জিনিস তৈরি করছেন ভারতের যুবকরা।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বাইসাইকেল নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নিজের বুদ্ধি খাটিয়ে ভারতীয় এক যুবক দুর্দান্ত ইলেকট্রিক বাইসাইকেল নির্মাণ করেছেন। আদিত্য শিভারে নামক মধ্যপ্রদেশের ছত্রপুর নিবাসী যুবক এই উন্নত ধরনের বাইসাইকেলটি বানিয়েছেন বলে জানা গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বাইসাইকেলটি ব্যবহারের অনুপযোগী উপাদান দিয়ে নির্মাণ করা হয়েছে। যে বাইসাইকেলটি তৈরি করতে তার প্রায় এক মাস সময় লেগেছে বলে জানিয়েছেন ওই যুবক।

Advertisements

20 বছর বয়সী মধ্যপ্রদেশের ওই যুবক জানিয়েছেন, তার এই ইলেকট্রিক সাইকেলটি সর্বোচ্চ 100 কেজি ভর বহন করতে সক্ষম। পাশাপাশি ইলেকট্রিক সাইকেলটি এক চার্জে সর্বোচ্চ 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন ওই যুবক। শুধু এখানেই শেষ নয়, ওই যুবকের নির্মিত ইলেকট্রিক বাইসাইকেলে অ্যাক্সেলারেটর, ব্রেক, লাইট এবং হর্নের মতো উন্নত প্রযুক্তি রয়েছে। পাশাপাশি নেভিগেশন ও অন্যান্য প্রয়োজনের তাগিদে এতে স্মার্টফোন সংযুক্ত করার ব্যবস্থাও রাখা হয়েছে।

মধ্যপ্রদেশের ওই যুবক জানান, বর্তমানে ভারতীয় বাজারে একটি ন্যূনতম মানের ইলেকট্রিক স্কুটার কিনতে হলে কমপক্ষে 60,000 টাকা ব্যয় করতে হবে। যে টাকায় আপনি চাইলে এমন তিনটি সাইকেল ক্রয় করতে পারবেন। মূলত গরিব মানুষের কথা মাথায় রেখে তার সাইকেল নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই, A1 নামের এই ইলেকট্রিক বাইসাইকেলটি তার প্রথম আবিষ্কার নয়, 16 বছর বয়সে তিনি তার ছাড়া বিদ্যুৎ প্রবাহ করে সবাইকে অবাক করে দিয়েছিলেন।

Advertisements