যেমন নাম তেমন কাজ, বাইক কোম্পানির জগতে ঝটকা দিতে বাজারে নতুন বাহন আনছে হোন্ডা

কমছে পেট্রোল, ডিজেল চালিত বাহনের রাজত্ব। এখন কোম্পানি হোক কিংবা গ্রাহক, সবাই পরিবেশ বান্ধব প্রোডাক্টের দিকে ঝুঁকছে। পরিবেশ বান্ধব চার চাকার গাড়ির পাশপাশি ভারতে বৈদ্যুতিক…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

কমছে পেট্রোল, ডিজেল চালিত বাহনের রাজত্ব। এখন কোম্পানি হোক কিংবা গ্রাহক, সবাই পরিবেশ বান্ধব প্রোডাক্টের দিকে ঝুঁকছে। পরিবেশ বান্ধব চার চাকার গাড়ির পাশপাশি ভারতে বৈদ্যুতিক দুই চাকার গাড়ির বাজার ক্রমে বাড়ছে। সরকার পেট্রোলিয়াম পণ্যের ব্যবহার কমাতে বৈদ্যুতিক যানবাহনক ক্রয় ও বিক্রয়ের প্রতি উৎসাহ যোগাচ্ছে।

Advertisements

প্রতিটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা যেমন ইলেকট্রিক ভেহিকল বাজারে আনছে, তেমনই সমানভাবে ইলেকট্রিক টু-হুইলারও বাজারে আসছে। বাজারে নবাগত দুই চাকার বিদ্যুৎ পরিচালিত বাহনের এই তালিকায় এখন হোন্ডা অ্যাক্টিভার নাম যুক্ত হয়েছে। সম্প্রতি হোন্ডা অ্যাক্টিভা ৭ জি নামে আরেকটি নতুন মডেল বাজারে এনেছে হোন্ডা। গাড়িটা শুধু মানেই অ্যাকটিভা নয়, কাজেও বেশ অ্যাকটিভ। রয়েছে আকর্ষণীয় অনেক ফিচার।

Advertisements

নবাগত এই বাহনের সামনের এবং পিছনের উভয় টায়ারই টিউবলেস। এতে পাবেন ৫.৩ লিটার পেট্রল ক্যাপাসিটির ফুয়েল ট্যাংক। হোন্ডা অ্যাক্টিভায় ৭জি হাইব্রিড ও এআই উভয় প্রযুক্তিই রয়েছে। হোন্ডা অ্যাক্টিভা ৭ জি-তে সর্বোচ্চ গতিবেগ দেওয়া হয়েছে ৮৫ কিমি প্রতি ঘন্টা। এর ওজন খুব বেশি হলে ১০৬ কেজি পর্যন্ত। ফিচার ছাড়াও পাবেন অনেক কালার অপশন। এর মাইলেজ ৫৫ কিমি প্রতি লিটার বলে দাবি করা হচ্ছে। এতে আধুনিক পাওয়ার এরোডাইনামিক ব্রেক দেওয়া হয়েছে।

কবে লঞ্চ হচ্ছে হোন্ডা অ্যাক্টিভা ৭ জি? সব ঠিক থাকলে চলতি বছরে শেষের দিকে লঞ্চ হতে পারে এই বহন। হোন্ডা অ্যাক্টিভার বর্তমান দাম ৭৩ হাজার ৮৬ টাকা থেকে ৭৬ হাজার ৫৮৭ টাকার মধ্যে রয়েছে। তাই আশা করা হচ্ছে যে চলতি বছরের শেষ নাগাদ লঞ্চ হওয়া নতুন হোন্ডা অ্যাক্টিভা ৭জি-র দামও এর ভিত্তিতে নির্ধারণ করা হবে। মধ্যবিত্তের কথা ভেবেই দাম ধার্য করা হবে বলে আশা করা হচ্ছে।

Advertisements