ফের বাজার দখল করতে আসছে নোকিয়া। প্রযুক্তির জগতে নতুন একটি স্মার্টফোন নিয়ে আসতে চলেছে তারা। নোকিয়া ব্র্যান্ডের ভরসার সঙ্গে পাওয়া যাবে উন্নত প্রযুক্তি। আধুনিক ফিচারের সঙ্গে নতুন করে টেক প্রেমীদের আলোচনায় উঠে আসতে চলেছে এই ব্র্যান্ড।
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, ডিএসএলআর-এর মতো ক্যামেরা কোয়ালিটি এবং ৭ হাজার ৮০০ এমএএইচ ব্যাটারি পাওয়ার যুক্ত এই ফোন আইফোনকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখবে। ফোনের বাজারে নোকিয়ার কামব্যাক হতে দেখে অনেকেই হয়তো খুশি হবেন। বহু আলোচিত এই স্মার্ট ফোনটির নাম হতে চলেছে নোকিয়া মেজ প্রো লাইট। জেনে নিন এর স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কেঃ-
নোকিয়া মেজ প্রো লাইট স্মার্টফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন ২ চিপসেট প্রসেসর দেওয়া হচ্ছে কোম্পানির পক্ষ থেকে। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে কাজ করবে ফোনটি। এতে ৮ জিবি এবং ১২ জিবি স্টোরেজ মেমোরি দেওয়া থাকবে। এছাড়া ১২৮ গিগাবাইট এবং ২৫৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ থাকতে চলেছে। চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে সহজেই এর স্টোরেজ ৫১২ জিবি বা ১ টিবি পর্যন্ত বাড়াতে পারবেন।
স্মার্ট ফোনটিতে ডিএসএলআর এর চেয়ে ভাল মানের ক্যামেরা পাবেন। এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৩২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, ১৬ মেগাপিক্সেলের থার্ড সেন্সর এবং ৫ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। একই সঙ্গে সেলফি তোলার জন্য থাকছে ৪৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনে থাকছে ৭ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা ফাস্ট চার্জিং সাপোর্ট প্রদান করবে। এ ছাড়া ফোন কানেক্টিভিটির জন্য ৫জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিআরএসের মতো একাধিক ফিচার যুক্ত করা থাকবে যথারীতি। এর আনুমানিক দাম হতে পারে ৩০ হাজার টাকা। চলতি বছরের জুন মাসে এই ফোনটির ব্যাপারে আরও তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।