এয়ারটেল গ্রাহকদের সোনায় সোহাগা, ৯৯ টাকায় ৮৪ দিনের রিচার্জ প্ল্যান

জিও-র পর দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে উঠে এসেছে এয়ারটেল। এয়ারটেল তার গ্রাহকদের ধরে রাখার জন্য প্রতিদিন নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসছে। এয়ারটেলের দেওয়া…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

জিও-র পর দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে উঠে এসেছে এয়ারটেল। এয়ারটেল তার গ্রাহকদের ধরে রাখার জন্য প্রতিদিন নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসছে। এয়ারটেলের দেওয়া অফারে কম দাম এবং বেশি দিনের রিচার্জ প্ল্যানও রয়েছে। কিন্তু আপনি কি এমন কোনও রিচার্জ প্ল্যান সম্পর্কে শুনেছেন যেটা ৯৯ টাকায় ৮৪ দিন পর্যন্ত টেকসই হয়? না শুনে থাকলে আসুন এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisements

জিওর রাজত্বের মধ্যেও এয়ারটেল নিজের মতো বাজার ধরে রাখার চেষ্টা করে চলেছে। বলা ভালো এই দুই টেলিকম সংস্থার সামনে দেশের আর কোনও টেলিকম সংস্থা কার্যত দাঁড়াতে পারছে না আপাতত। উভয় টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানগুলির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এই দুই কোম্পানির রিচার্জ প্ল্যান ১ মাস থেকে শুরু করে ১ বছর পর্যন্ত হতে পারে। এয়ারটেলের ১ মাসের রিচার্জ প্ল্যানের দাম ২৯৯ টাকা। এতে পুরো ১ মাসের রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। পাশাপাশি আনলিমিটেড কলের সঙ্গে থাকছে ১০০ টি এসএমএস। জিও তার গ্রাহকদের ২০৯৯ টাকায় ১ বছরের রিচার্জ প্ল্যান অফার করছে। যা সারা বছরে ১০০ টি এসএমএস সহ ২ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা প্রদান করে।

Advertisements

এবার আসা যাক আসল কথায়। ৯৯ টাকার ৮৪ দিনের রিচার্জ প্ল্যান শুনেই কেমন বিস্ময় হচ্ছে তাই না? এয়ারটেল তার বিশেষ ব্যবহারকারীদের জন্য এটি নিয়ে এসেছে। প্রথমত গ্রাহক একটি রিচার্জ প্ল্যান পাবেন। আপনিও যদি এয়ারটেল গ্রাহক হন তাহলে এয়ারটেল অ্যাপের মাধ্যমে এই প্ল্যানটি দেখতে পারবেন।

Advertisements