শাওমি রেডমি ব্র্যান্ডিংয়ের মাধ্যমে একটি নতুন ৫ জি ফোন লঞ্চ করেছে সম্প্রতি। রেডমি নোট ১২T প্রো ৫জি চারটি কনফিগারেশনে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। রেডমি নোট ১১T প্রো ৫ জি বাজারে দারুণ ভাবে সফল হয়েছিল। এই সেটটির উত্তরসূরি হিসাবে ১২T ফোনটি চালু করেছে কোম্পানি। নতুন লঞ্চ হওয়া এই ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫০৮০ এমএএইচ ব্যাটারি।মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা প্রসেসরে কাজ করে। ফোনে ভিসি লিকুইড কুলিং প্রযুক্তি দেওয়া রয়েছে। ফোনটি বর্তমানে চীনে লঞ্চ করা হয়েছে। সংস্থাটি শীঘ্রই অন্যান্য ভারত সহ অন্যান্য দেশের বাজারেও নিয়ে আসতে পারে এই ফোন, এমনটাই আশা করা হচ্ছে।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম কুড়ি হাজারের আশেপাশে। চীনে স্মার্টফোনটির প্রাথমিক মূল্য ১৫৯৯ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৯ হাজার টাকা। নোট ১২টি প্রোর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৬৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২০ হাজার টাকা। এছাড়া ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম চীনে ১৭৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ২১ হাজার টাকা। অর্থাৎ তিনটি ভেরিয়েন্টেই দামের খুব একটা হেরফের কিন্তু নেই। ফোনটি তিনটি রঙে লঞ্চ করা হয়েছে। কার্বন ব্ল্যাক, আইস ফগ হোয়াইট এবং নীল রঙে আপাতত ফোন গুলো বাজারে রয়েছে।
রেডমি নোট ১২টি প্রো-তে রয়েছে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, যা ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা প্রসেসর। এতে ভিসি লিকুইড কুলিং ফিচারও রয়েছে। ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের। এ ছাড়া ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স পাওয়া যাবে। সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে ফোনটিতে।