সম্প্রতি জনসাধারণের মধ্যে বৈদ্যুতিক স্কুটার কেনার চাহিদা বেড়েছে। ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রেও মানুষের চাহিদা মোটের ওপর একই। সেটা হল ভালো মাইলেজ, সেই সঙ্গে দ্রুত সার্ভিস। পেট্রোল অপশনে তো এরকম স্কুটার অনেক রয়েছে, কিন্তু ইলেকট্রিক অপশনে কী আছে? আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে। ভারতের দুটি কোম্পানি শীঘ্রই ফাস্ট চার্জিং সহ বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করতে চলেছে।
কোয়ান্টাম এনার্জি এবং লোগো ৯ একসাথে কাজ করার কথা ভেবেছে। ২০২৪ সালের মার্চের মধ্যে ১০,০০০ ইউনিট বাণিজ্যিক বৈদ্যুতিক স্কুটার তৈরি করার লক্ষ্য নিয়েছে তারা। পেট্রোলিয়ামের ব্যবহার কমাতে এবং পরিবেশকে নিরাপদ করার জন্য দুই কোম্পানির এই প্রয়াস। লক্ষ্য হিসেবে স্থির করা হয়েছে, ১২ মিনিটে ইলকেট্রিক স্কুটারের ফুল চার্জিং। এমনটা বাস্তবে সত্যি করে দেখাতে পারলে যে যুগান্তকারী ব্যাপার হবে তা বলাই বাহুল্য।
এ ছাড়া ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি গ্রাহককে আরও একটি বিশেষ জিনিস দেওয়া হবে। কোয়ান্টাম এনার্জি এবং লোগো ৯ এর জন্য অন্যান্য পরিষেবাও প্রদান করবে বলে আশা করা হচ্ছে। দুটি সংস্থা এটি একসাথে চালানোর জন্য অপারেটর এবং ড্রাইভারও নিয়োগ করতে পারে। এতে করে গ্রাহকরা সারাদিন ইলেকট্রিক স্কুটারের পরিষেবা নিতে পারবেন। তবে এর জন্য সাধারণ মানুষকে এখনো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এই ইলেকট্রিক স্কুটারের স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে আপাতত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভালো কিছুর জন্য একটু অপেক্ষা করা যেতেই পারে। কথায় রয়েছে সবুরে মেওয়া ফলে।