Ather 450X: খুব শীঘ্রই বুকিং শুরু হবে Ather 450X স্কুটারের, দাম এবং ফির্চাস দেখলে পাগল হবেন আপনিও

আপনার একটি পেট্রোল অথবা ইলেকট্রিক স্কুটার আছে, অথচ আপনি নতুন স্কুটার কিনতে চাইছেন। তবে অতিরিক্ত দাম এবং নিজের কাছে একটি স্কুটার থাকার কারণে সেই স্বপ্ন…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আপনার একটি পেট্রোল অথবা ইলেকট্রিক স্কুটার আছে, অথচ আপনি নতুন স্কুটার কিনতে চাইছেন। তবে অতিরিক্ত দাম এবং নিজের কাছে একটি স্কুটার থাকার কারণে সেই স্বপ্ন পূরণ করতে পারছেন না? তাহলে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা এই নিবন্ধে আপনাদের জানাতে চলেছি, কিভাবে আপনি মাত্র 45 হাজারে Ather 450X এর সুপার-ডুপার স্কুটার নিজের করে পেতে পারেন।

Advertisements

বর্তমানে বাজারে প্রাপ্ত একাধিক স্কুটারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে Ather 450X স্কুটারটি গ্রাহকদের জন্য চোখ ধাঁধানো অফার জারি করেছে। শুধু দামের ক্ষেত্রে নয়, গাড়িটির অবিশ্বাস্য ফির্চাস পাগল করে তুলবে আপনাকে। আপনি Ather অনুমোদিত যে কোন শো-রুম থেকে এই অফারটি গ্রহণ করতে পারবেন। Ather-এর পক্ষ থেকে এক নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, যেকোনো মডেলের পুরনো স্কুটার (হোক পেট্রোল কিংবা ইলেকট্রিক) আপনি Ather এর যেকোনো শোরুমে জমা করে নতুন ড্যাসিং লুকিং Ather 450X গাড়িটি নিজের করে নিতে পারেন। এর জন্য পুরনো গাড়ির পাশাপাশি আপনাকে গুনতে হবে মাত্র 45 হাজার টাকা। তবে আপনার পুরনো গাড়িটি কি অবস্থায় আছে এবং তার সর্বোচ্চ দাম কত হতে পারে তা নির্ধারণ করা হবে শোরুম থেকে।

Advertisements

এই নিবন্ধে যদি ইলেকট্রিক স্কুটার Ather 450X-এর দামের কথা বলি, তবে এই স্কুটারটি দিল্লির এক্স শোরুম থেকে 1,18,987 টাকায় বাজারজাত করা হবে। তবে নিজের পুরাতন স্কুটার জমা দিয়ে এই গাড়িটি মাত্র 45 হাজারে আপনি ক্রয় করতে পারবেন। এমনকি, আপনি চাইলে স্কুটারের জন্য প্রয়োজনীয় সেই 45 হাজার টাকা কিস্তিতে পরিশোধ করতে পারবেন। চোখ ধাঁধানো Ather 450X গাড়িটির যদি মাইলেজের কথা বলি, তবে কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে গাড়িটি এক চার্জে সর্বোচ্চ 155KM রাস্তা অতিক্রম করতে সক্ষম। যদি গাড়িটির বুকিং সম্পর্কে আমরা আপনাদের বলি, তবে চলতি মাসেই শুরু হবে দুর্দান্ত এই গাড়িটির অনলাইন বুকিং।

Advertisements