Matter Aera EV Bike: এক চার্জেই চলবে 125 কিলোমিটার! আজকেই কিনুন বাজারের সেরা এই ইলেক্ট্রিক বাইক

তরুণ প্রজন্মের যুবকদের জন্য বড় ধামাকা নিয়ে আসতে চলেছে গাড়ি নির্মাণ কোম্পানি Matter। বিভিন্ন মিডিয়ার খবর অনুসারে, চলতি মাসেই গাড়ি ডেলিভারি শুরু করবে এই কোম্পানি।…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

তরুণ প্রজন্মের যুবকদের জন্য বড় ধামাকা নিয়ে আসতে চলেছে গাড়ি নির্মাণ কোম্পানি Matter। বিভিন্ন মিডিয়ার খবর অনুসারে, চলতি মাসেই গাড়ি ডেলিভারি শুরু করবে এই কোম্পানি। আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত কয়েক মাস ধরে অনলাইন প্লাটফর্মে নিজেদের ইলেকট্রিক বাইকের বুকিং শুরু করেছে Matter। তবে গাড়িটির চাহিদা হঠাৎ বৃদ্ধি পাওয়ার ফলে মাত্র তিন মাসের ব্যবধানে প্রায় 30,000 টাকা দাম বাড়িয়েছে কোম্পানি।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারত তথা বিশ্ব বাজারে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে ইলেকট্রিক গাড়ি হয়ে উঠেছে মানুষের প্রথম পছন্দের অপশন। একাধিক কোম্পানি ইতিমধ্যে নিজেদের চিরাচরিত পেট্রোল অথবা ডিজেল ইঞ্জিনের গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। পাশাপাশি একাধিক নতুন কোম্পানি দুর্দান্ত ফির্চাস সহ ইলেকট্রিক স্কুটার অথবা বাইক লঞ্চ করেছে বিশ্ববাজারে।

Advertisements

কয়েক মাস পূর্বে Matter তাদের দুটি মডেলের দুর্দান্ত ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। উল্লেখ্য, Aera 5000 নামক বাইকটির দাম 1,43,999 টাকা এবং Aera 5000+ এর জন্য 1,53,999 টাকা ধার্য করেছিল কোম্পানি। তবে সম্প্রতি প্রত্যেকটি বাইকের উপর 30,000 টাকা দাম বাড়িয়ে Aera 5000 বাইকের দাম 1.74 লক্ষ টাকা এবং Aera 5000+ গাড়ির দাম 1.84 লাখ টাকা।

যদি দুর্দান্ত এই গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে এতে 10.5kW শক্তিশালী ব্যাটারি প্যাক লক্ষ্য করা যাবে। যা এক চার্জে সর্বোচ্চ 125 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। প্রস্তুতকারক সংস্থার মতে, এটি 6 সেকেন্ডেরও কম সময়ে প্রতি ঘন্টায় 0 থেকে 60 কিমি গতি তুলতে পারে। পাশাপাশি দুর্দান্ত এই গাড়িটির দুই চাকাতে ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements