DSLR-iPhone অতীত, এসে গেছে বাজারের নতুন Real বস

আইফোনের মতো স্মার্টফোন লঞ্চ করল রিয়েলমি। এই ফোন দেখে ইতিমধ্যে অনেকেই বিস্মিত হয়েছেন। ক্যামেরা কোয়ালিটি এই ফোনের অন্যতম ফিচার, হার মানাবে ডিএসএলআরকেও। রিয়েলমি গত সপ্তাহে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

আইফোনের মতো স্মার্টফোন লঞ্চ করল রিয়েলমি। এই ফোন দেখে ইতিমধ্যে অনেকেই বিস্মিত হয়েছেন। ক্যামেরা কোয়ালিটি এই ফোনের অন্যতম ফিচার, হার মানাবে ডিএসএলআরকেও। রিয়েলমি গত সপ্তাহে ভারতে নারজো এন৫৩ স্মার্টফোন লঞ্চ করেছে। রিয়েলমি নার্জো এন৫৩ স্মার্টফোনে অক্টা-কোর প্রসেসর সহ দারুণ ব্যাটারি ব্যাআপ যুক্ত। এতে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Advertisements

নতুন রিয়েলমি নার্জো এন৫৩ স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ৯০ হার্জ। স্মার্টফোনটির টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্জ এব ব্রাইটনেস ৪৫০ নিট পর্যন্ত। রিয়েলমি নার্জো এন৫৩ স্মার্টফোনে কোম্পানির পক্ষ থেকে দেওয়া রয়েছে অক্টা কোর ইউনিসোক টি৬১২ এসওসি। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ মেমোরি দেওয়া হয়েছে এই ফোনটিতে। এছাড়াও এই ফোনটি ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করতে সক্ষম। রিয়েলমি নার্জো এন৫৩ স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ সাপোর্টেড।

Advertisements

স্টোরেজ কিংবা ব্যাটারি ছাড়াও এই নতুন স্মার্ট ফোনটির অন্যতম বৈশিষ্ট্য এর ক্যামেরা। রিয়েলমি নার্জো এন৫৩ স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল এআই প্রাইমারি সেন্সর রয়েছে ছবি তোলার ভালো অভিজ্ঞতা প্রদান করার জন্য। এর পাশাপাশি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। রিয়েলমি নার্জো এন৫৩ স্মার্টফোনটিতে রয়েছে ৩৩ ওয়াট পর্যন্ত ধারণ ক্ষমতা সম্পন্ন SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫ হাজার এমএএইচ ব্যাটারি। যা ৩০ মিনিটের মধ্যে ফোনটিকে ০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষ্ম।

রিয়েলমি নার্জো এন৫৩ স্মার্টফোনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট। ফোনটি আপাতত ফেদার ব্ল্যাক এবং ফেদার গোল্ড রঙে বাজারে আনা হয়েছে। রিয়েলমি নার্জো এন৫৩ দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর প্রথম ভ্যারিয়েন্ট ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ৮ হাজার ৯৯৯ টাকা। এর পাশাপাশি রিয়েলমি নারজো এন৫৩-এর দ্বিতীয় ভ্যারিয়েন্টের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম প্রায় ১১ হাজার টাকা।

Advertisements