আজকাল সোশ্যাল মিডিয়ায় যেকোনো ভিডিও কয়েক সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়। তবে সেই সব ভিডিওগুলি মধ্যে কোন ভিডিওটি ভাইরাল হবে সেটি সম্পূর্ণভাবে নির্ভর করে নেটিজেনদের উপর। আজ আমরা এমন একটি ভিডিও তুলে ধরতে চলেছি যেটি দেখে রীতিমতো হতবাক হয়ে পড়বেন আপনিও। বাঘের পশু শিকার করার ভিডিও নিশ্চয়ই অনেক দেখেছেন। তবে আজ আমরা আপনাদের এমন একটি ভিডিও দেখাতে চলেছি, যেটি দেখার পর শিহরিত হয়ে উঠবেন আপনি।
বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কয়েক সেকেন্ডের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে সেটি ভারতবর্ষের উত্তরপ্রদেশে অবস্থিত পিলিভীত টাইগার হিলের। যেখানে বাঘের জন্য অভয়ারণ্য তৈরি করা হয়েছে সরকারিভাবে। টুইট মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের এই ভিডিওটি প্রত্যক্ষদর্শীরা জিপসিতে বসে জঙ্গল সাফারি উপভোগ করার সময় ক্যামেরাবন্দি করেন। 35 সেকেন্ডের অনাকাঙ্ক্ষিত সেই ঘটনাতে দেখা যাচ্ছে, স্বচক্ষে বাঘের হিংস্রতা দেখে জিপসিতে বসে থাকা দর্শকরাই আতঙ্কিত হয়ে পড়েছেন।
पीलीभीत टाइगर रिजर्व में पहले से घात लगाए बैठे बाघ का लाइव हमला। #Pilibhit #Tiger pic.twitter.com/1E1fjmm9pu
— Pawan Kumar Sharma (@pawanks1997) June 1, 2023
ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিছুসংখ্যক মানুষ ভ্রমণ তৃষ্ণা মেটানোর জন্য পিলিভীত টাইগার হিলে জিপসিতে বসে জঙ্গল সাফারি উপভোগ করছে। হঠাৎই সামনে একদল গরুর উপর আক্রমণ করে বসে বিশাল আকৃতির একটি বাঘ। বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওই গরুটি রুদ্ধশ্বাসে ছুটে গেলেও কয়েক সেকেন্ডের মধ্যে গরুটিকে পাকড়াও করে ফেলে বিশাল আকৃতির বাঘটি। এরপর ওই গরুটিতে মুখে নিয়ে টানতে টানতে বনের ভেতর চলে যাওয়ার দৃশ্য দেখে রীতিমতো হতবাক হয়েছেন প্রত্যক্ষদর্শীরাও।