নোকিয়া কোম্পানি উন্নত প্রযুক্তি এবং টেকসই ডিভাইস উৎপাদন করার জন্য প্রসিদ্ধ। অতীতে ভারতীয় বাজারে কার্যত একাই দাপট দেখাতো এই ফোন প্রস্তুতকারক কোম্পানি। ক্রমে সময়ের সঙ্গে কমেছে দাপট। ফের প্রত্যাবর্তন করেছে নোকিয়া। একের পর এক ভালো মানের স্মার্টফোন লঞ্চ করেছে তারা। নোকিয়া কোম্পানি এখনও পর্যন্ত একাধিক ফিচারযুক্ত স্মার্টফোন তৈরি করেছে।
নোকিয়া কোম্পানির স্মার্টফোনের বিশেষত্ব হল- এই কোম্পানির স্মার্টফোনের ফিচারগুলো একটু আলাদাভাবেই গ্রাহকদের সামনে উপস্থিত করানো হয়। যে কারণে মানুষ এই কোম্পানির স্মার্টফোন খুব পছন্দ করে। নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে লঞ্চ হওয়া মানেই নতুন করে উন্মাদনা তৈরি হওয়া। আজ আমরা কোম্পানির অন্যতম আকর্ষণীয় স্মার্টফোন নোকিয়া ৭৬১০ মিনি এর কথা আপনাদের কাছে তুলে ধরছি। এই কোম্পানির স্মার্টফোনটিতে অন্যান্য ফিচারের পাশাপাশি দারুণ র্যাম পাওয়া যাচ্ছে। ১২ জিবি র্যামের নোকিয়ার স্মার্টফোনটি বহু তাবড় কোম্পানির স্মার্টফোনকে পিছনে ফেলে দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে।
নোকিয়া ৭৬১০ মিনির অন্যতম বৈশিষ্ট্য হল এর ডিজাইন এবং দীর্ঘমেয়াদি ব্যাটারি। নোকিয়া ডিভাইসটিতে রয়েছে ৬ হাজার ৮০০ এমএএইচ এর বিদ্যুৎ ধারক ব্যাটারি। নোকিয়া ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ১৩ এ এই ফোনটি চলে। ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটিতে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অথবা ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা রয়েছে। এছাড়া স্টোরেজ ১ টিবি পর্যন্ত আপগ্রেড করার জন্য রয়েছে মাইক্রোএসডি কার্ড বসানোর আলাদা জায়গা।
নোকিয়া ৭৬১০ মিনি স্পেসিফিকেশনে রয়েছে ৬.৯ ইঞ্চি সুপার অ্যামোলেড সহ ১৪৪০×৩২০০ পিক্সেলের ডিসপ্লে এক্সপিরিয়েন্স। এ ছাড়া নোকিয়ার এই স্মার্টফোনটির অ্যাসপেক্ট রেশিও ২১:৯, পাশাপাশি নিচে কিউডব্লিউআরটিওয়াই কীপ্যাড রয়েছে। ছবির ক্ষেত্রে নোকিয়া ৭৬১০ মিনি ক্যামেরায় সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৬৪ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শ্যুটার+ টিওএফ থ্রিডি ডেপথ সেন্সর এবং আরেকটি ৪৮ মেগাপিক্সেল লেন্স।







