নতুন ১০০০ টাকার নোটের ছবি ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সামাজিক মাধ্যমে ১০০০ রুপি লেখা যে নোটটির ছবি ঘোরাফেরা করছে সেটা বাজারে পাওয়া যায় না। অনেকের ধারণা দ্রুত এই নোটটি সরকারের পক্ষ থেকে বাজারে ছাড়া হবে। ভাইরাল হওয়ার ফলে অনেকের মনেই সত্য, মিথ্যা সম্পর্কে কিছু প্রশ্ন দেখা দিয়েছে। অনেকের মনে প্রশ্ন, হাজার টাকার নতুন নোট কবে সর্বসাধারণের জন্য বাজারে উপলব্ধ হবে?
এরই মধ্যে কেউ কেউ গুজব ছড়াচ্ছেন যে, আজ রাত ১২টা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাতা হিসেবে এই নোট ইস্যু করতে চলেছেন। কেউ আবার বলছেন হয়ে হাজার টাকার নোট সংক্রান্ত গুজবের উৎস আসলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেখান থেকেই নাকি এমন আভাস দেওয়া হয়েছিল! সবাই অবশ্য এই গুজবে বিশ্বাস করছেন না। এবং এ ধরণের গুজব বিশ্বাস না করাই ভালো।
আপনারা সকলেই জানেন যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট নতুন করে ছাপানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের কারও কাছে যদি ২০০০ টাকার নোট থাকে তবে তিনি ২৩ মে ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে সেই নোট বিনিময় করতে পারবেন। গত এক বছর ধরে ২০০০ টাকার নোট সেই অর্থে প্রায় দেখাই যাচ্ছিল না।
২০২৩ সালের ৩০ সেপ্টেম্বরের পর ভারতে ২ হাজার টাকার নোট আর বৈধ হবে না বলে আরবিআই ঘোষণা করার পর থেকে মানুষ বাজারে ২,০০০ টাকার নোট নিয়ে আসছে এবং কেনাকাটা করছেন। কেউ কেউ সরাসরি ব্যাংকেও জমা দিয়ে দিচ্ছেন।
সামাজিক মাধ্যমে গুজব অনুযায়ী এক হাজার টাকার নতুন নোট বাজারে আসছে। এটা কি সত্যি? ১০০০ টাকার নতুন নোটের জন্য সরকারের তরফ থেকে কোনও ঘোষণা করা হয়নি। রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এখনও কোনও পরিকল্পনা নেই যে বাজারে কেবল মাত্র ১০০০ টাকার নোট পাওয়া যাবে। তাই নোট সম্পর্কিত চলমান এই গুজবের কোনো ভিত্তি নেই। এসবে কান না দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।