“গোবিন্দও ফেল”, বিয়েতে এমন উদ্দাম নাচ যে সবার চোখ কপালে, রইল ভিডিও

ভারতে বিয়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে থাকে উন্মাদনা। বিয়ে মানে শুধু দুটো মানুষের মিলন নয়, বহু মানুষের আনন্দ প্রাঙ্গণ হয়ে ওঠে বিয়ের আসর, দিন কয়েকের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারতে বিয়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে থাকে উন্মাদনা। বিয়ে মানে শুধু দুটো মানুষের মিলন নয়, বহু মানুষের আনন্দ প্রাঙ্গণ হয়ে ওঠে বিয়ের আসর, দিন কয়েকের জন্য থাকে উৎসবের আমেজ। আর এ জন্ অনেক প্রস্তুতিও নেওয়া হয়। বিয়ে বাড়িতে নাচ না থাকলে সব মজাই যেন অর্থহীন হয়ে যায় এবং বিয়েতে কোনো জৌলুস থাকে না।

Advertisements

বিয়ের প্রতিটি উপলক্ষে ব্যান্ড এবং ডিজে বাজানোর শব্দ শোনার সাথে সাথে লোকেরা উত্তেজিত হয়ে ওঠে। কেউ নাচ জানুক বা না জানুক, মানুষ নিজে নিজে নাচতে বাধ্য হয়। তারপর নাচ ভালো হোক বা মন্দ হোক, মানুষ অবশ্যই ওই বিশেষ মুহূর্তে পায়ে পা মেলান। কিন্তু এই নাচের সময়, প্রত্যেকের মধ্যে একটি জিনিস মিল রয়েছে তা হল মেজাজ। বিয়ে ও বিয়েতে নাচের সময় মানুষ পুরো উদ্যমের সঙ্গে নাচ করে। সম্প্রতি যে কোনও বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে নাগিন ড্যান্স। যদি নাগিন নাচ না থাকত, তাহলে গোটা অনুষ্ঠানই যেন মাটি হয়ে যেত। সেই কারণেই এলাকা থেকে বেরিয়ে আসা শোভাযাত্রা দেখতে লোকেরা তাদের বাড়ির বারান্দায় কার্যত ঝুঁকে থাকে।

Advertisements

অনেক সময় শোভাযাত্রায় এমন কিছু আশ্চর্যজনক নৃত্যশিল্পীকেও দেখা যায়, যাদের নাচ মানুষ কখনো ভুলতে পারে না। এমনই একটি নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাঝরাস্তায় একটি বিয়ের শোভাযাত্রা থামানো হয়েছে এবং ভিড়ের মাঝে দু’জন লোক নাচছে। একজন লাল শার্ট পরেছেন এবং অন্যজনএর পরনে সাদা শার্ট। কিন্তু এরই মধ্যে সবার চোখ ছিল সাদা শার্ট পরা ওই ব্যক্তির দিকে।

pandit_sunil65 নামে এক ব্যবহারকারী ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে- ডান্স বিট। ভিডিওটি শেয়ার করা হয় ১০ মে। ভিডিওটি এখন পর্যন্ত ৩১ হাজারেরও বেশি লাইক পেয়েছে। মানুষ লোকটির নাচের বেশ প্রশংসা করছে। প্রচুর কমেন্ট এসেছে ভিডিওতে। এক ব্যবহারকারী লিখেছেন, “গোবিন্দও ফেল”। আরেকজন লিখেছেন, “খুব সুন্দর নাচ।”

Advertisements