স্টাইল স্টেট্মেন্টের যেন একটা নতুন ধারা তৈরি করেছেন উরফি জাভেদ। কখন কীরকম পোশাক পরে উরফি যে ক্যামেরার সামনে ধরা দেবেন সেটা বলার সাধ্যি কারও নেই। প্রচুর বিতর্ক সমালোচনা হয়েছে তাকে নিয়ে। সে সবে অবশ্য গুরুত্ব দেন না তিনি। নতুন নতুন পোশাক পরা উরফির হবি বলা চলে। তাই আরও একবার নতুন এক ধরণের ড্রেসে দেখা গেল বি টাউনের এই অভিনেত্রীকে।
পোশাকের ক্ষেত্রে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা উরফি জাভেদ আবারও নতুন স্টাইল নিয়ে হাজির হয়েছেন নেট দুনিয়ার সামনে। এবার উরফি একটি টি ব্যাগ ব্যবহার করলেন। হ্যাঁ ঠিকই শুনেছেন এবং বুঝেছেন। সেই টি ব্যাগ যা আপনি গরম জলে ডুবিয়ে চা তৈরি করেন, সেই টি ব্যাগকে পোশাক হিসেবে ব্যবহার করেছেন উরফি। বিষয়টি শুনতে বিস্ময়কর হলেও অনেকেই কিন্তু এই পোশাক পছন্দ করেছেন। এর আগে একাধিকবার পোশাকের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন উরফি। তুলনায় এই টি ব্যাগ ড্রেসের পক্ষে রয়েছেন অনেকেই।
নেট দুনিয়ায় ট্রোলিং উরফির জন্য দৈনন্দিন একটি বিষয়। তবে এবার অনেকেই তাকে সমর্থন করেছে এবং পোশাক, কনসেপ্ট ইত্যাদির ব্যাপারে প্রশংসাও করেছেন। ‘মেট গালায় যখন এই ধরনের ফ্যাশন আসে, তখন এটি প্রশংসিত হয় … একজন ভারতীয় যদি এমন সৃজনশীলতা দেখান, তাহলে মানুষের সমস্যা কী?’ উঠেছে এমনই প্রশ্ন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘প্রথমবারের মতো… উরফির কিছু পরীক্ষা-নিরীক্ষা আমার ভালো লেগেছে।‘ অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার স্টোরিতে চায়ের ব্যাগ দেখে আমরা বুঝতে পেরেছিলাম নতুন পরীক্ষা হতে যাচ্ছে।‘ একজন লিখেছেন, ‘অন্তত সৃজনশীলতার জন্য উরফি ১০০ পয়েন্ট পাওয়া দরকার।‘
View this post on Instagram