Nothing Phone 2: কিলার লুক, দুর্দান্ত ডিজাইন! অপেক্ষার পালা শেষ করে লঞ্চ হল Nothing Phone 2

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত স্মার্টফোন ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন বাজারের সেরা এই স্মার্টফোনটি। যে স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি আপনাকে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত স্মার্টফোন ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন বাজারের সেরা এই স্মার্টফোনটি। যে স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবেই। Nothing Phone 1 এর হাত ধরে ভারত তথা বিশ্ববাজারে আগমী মাসে লঞ্চ করা হবে করা হবে দুর্দান্ত এই স্মার্টফোনটি। তবে ফোনটি লঞ্চ হওয়ার আগেই এর একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। যা দেখার পর অবশ্যই আপনি দুর্দান্ত এই স্মার্টফোনটি নিজের করে পেতে চাইবেন। চলুন আজ এই নিবন্ধে জেনে নেওয়া যাক, দুর্দান্ত এই স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-

Advertisements

1. ডিসপ্লে এবং প্রসেসর: প্রথমেই যদি Nothing Phone 2-এর ডিসপ্লের কথা বলি, তবে এই স্মার্টফোনে 6.67-ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যা আপনাকে একটি প্রিমিয়াম ফোনের অনুভব করাবে বলে মনে করছেন কোম্পানিটির কর্মকর্তারা। পাশাপাশি দুর্দান্ত এই স্মার্ট ফোনে প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট দেখতে পাওয়া যাবে বলেও মনে করা হচ্ছে।

Advertisements

2. দুর্দান্ত ক্যামেরা: বিশ্ব বাজারে লঞ্চ হতে চলা এই ফোনের যদি ক্যামেরার কথা বলি, সেক্ষেত্রে Nothing Phone 2-তে 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি এই ফোনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে।

3. RAM এবং Stroge: কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই নতুন ফোনটিতে 8 GB RAM এবং 128 GB অভ্যন্তরীণ স্টোরেজ যুক্ত হবে। জয় দুর্দান্ত এই ফোনের কালারের কথা বলি, তবে ব্ল্যাক এবং গোল্ডেন, দুটি কালার অপশনে ফোনটি পাওয়া যাবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

4. শক্তিশালী ব্যাটারী এবং দাম: যদি চোখ ধাঁধানো এই স্মার্টফোনের শক্তিশালী ব্যাটারির কথা বলি, তবে এই ফোনটিতে 66W ফাস্ট চার্জিং সহ একটি 4700mAh Li-Polymer ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বলি, সে ক্ষেত্রে এর প্রারম্ভিক মূল্য 39,990 টাকা হতে পারে। উল্লেখ্য, চলতি বছরের 19শে জুলাই দুর্দান্ত এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে বিশ্বব্যাপী।

Advertisements